এই মুহূর্তে




শুটিং সেটে গুরুতর অসুস্থ, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল জিতু কমলকে

নিজস্ব প্রতিনিধি: ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ শুটিং এর সেটে আচমকা অসুস্থ হয়ে পড়লেন টলিউড অভিনেতা জিতু কমল। বুকে ব্যথা অনুভব করেন তিনি। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে ছবির শুটিং হচ্ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার ধান্যকুড়িয়ায়(Dhanyakuria)। শুটিংয়ের সেটে হঠাৎ বুকে চাপ অনুভব করেন অভিনেতা। কাঁপুনি দিয়ে জ্বর আসে তার। তৎক্ষণাৎ শুটিং বন্ধ করে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুটিং সেটে বেশ কিছুটা অজ্ঞান হয়ে গিয়েছিলেন জিতু। তবে ঠিক কি কারণে এই ঘটনা বোঝাই যাচ্ছে না।

ওই অভিনেতাকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল থেকেই শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন জিতু(Jitu)। এই ছবির শুটিং সেটে সহ অভিনেত্রী ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই দুই জুটির এর আগে ছবি হিট হয়েছিল ‘বাবুসোনা’। ছবির পাশাপাশি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এই শুটিং নিয়েও সম্প্রতি ব্যস্ত রয়েছেন জিতু। ওই ধারাবাহিকটি ২০০ পর্ব পার করেছে।

ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে জিতুকে। অভিনয়ের জন্য ইতিমধ্যে তিনি বেশ প্রশংসা পেয়েছেন। জিতু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুগামীরা। তিনি ডেঙ্গুতে আক্রান্ত না হৃদরোগে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে।জিতুকে হাসপাতালে ভর্তি করার পরেই চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। রক্ত পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ল্যাবে।ল্যাব থেকে রিপোর্ট আসার পর চিকিৎসকরা নিশ্চিত হবেন জিতুর জ্বরের কারণ কি। অভিনেতার ইসিজি করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

মেয়াদোত্তীর্ণ ভিসা সহ পাক-আফগান-বাংলাদেশী নাগরিকদের খোঁজে পুলিশ

পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত? জানাল আবহাওয়া দফতর

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ