এই মুহূর্তে




‘প্রাপ্তবয়স্ক ছবিতে আমি নেই’, অজয়ের কথায় হাসি থামাতে পারলেন না কাজল




নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম পাওয়ার কাপল অজয় দেবগন এবং কাজল। বর্তমানে তাঁরা দুই সন্তানের বাবা-মা। এবং বলিউডেও প্রখ্যাত তারকা জুটি। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন কাজল-অজয় দেবগন। তাঁরা একাধারে বহু ধরনের ছবিতে কাজ করেছেন। কমেডি হোক বা রোমান্স, অ্যাকশন বা ভৌতিক, সবরকম ছবিতেই নিজের ছাপ ফেলেছেন অজয় দেবগন। কিন্তু জানেন কী, আরও এক ধরণের ছবি রয়েছে, যাতে কখনই কাজ করতে চান না অজয় দেবগন। কিন্তু সেটা কী? সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল ও অজয় দেবগন তাঁদের পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে নানারকম খোলামেলা আলোচনা করেছেন।

সেখানেই সাহসী একটি প্রশ্ন করা হয়েছিল অজয়কে। আর তিনি যে উত্তর দিয়েছেন, তা শুনতে হাসতে হাসতে গড়াগড়ি খান কাজল। অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি জীবনে কোন ধরনের ছবি করতে চাইবেন না? সময় নষ্ট না করে সপাটে অজয় বলে ওঠেন, ‘পর্ণ অর্থাৎ বি গ্রেডেড ছবি।’ স্বামীর মুখে এই কথা শুনে হাসতে শুরু করেন কাজল। সাক্ষাৎকারের মধ্যেই হাসতে থাকেন তিনি। এবং জানালেন এই উত্তর দিয়ে অজয় Rapid ফায়ার রাউন্ড নির্দ্বিধায় জিতলেন। আর স্ত্রীর মুখে এমনটা শুনে অজয়ও হেসে ফেললেন। কিন্তু কাজল কেন হেসে ফেললেন, তা নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে। স্বামীর এমন সিদ্ধান্তে তাঁর তো গর্ব হওয়া উচিত ছিল। আসলে বিনোদন জগতের একটি দুর্নাম রয়েছে যে, প্রতিটি তারকাদের মূলধারার ছবিতে নামার আগে বি গ্রেডের ছবিতে অভিনয় করতে হয়েছে।

এমন অনেক রটনা রয়েছে। সুতরাং সেদিক দিয়ে বিচার করে অজয় দেবগন বি গ্রেডেড সিনেমায় অভিনয় করতে একেবারেই রাজি নন। এবং তিনি এরকম ছবিতে কখনই অভিনয় করেন নি। কাজের ক্ষেত্রে, অজয়কে শেষ দেখা গিয়েছিল রেড 2 তে। আর কাজলের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মা’-তেও প্রযোজক ছিলেন অজয় দেবগন। ছবিটি বক্সঅফিসে দারুণ সাড়া পেয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

লক্ষাধিক টাকা জরিমানা ও ৬ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা, হঠাৎ কী হল ‘হ্যারি পটার’ অভিনেত্রীর?

‘GenZ আমার গান ভুলেই গেছে, অপরাধী আঙ্কেল বলে ডাকে’, হারানো জনপ্রিয়তা নিয়ে আক্ষেপ শানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ