এই মুহূর্তে




‘মিথ্যা বলে ধর্ষণের দৃশ্য শুট’, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আমির খানের নায়িকার




নিজস্ব প্রতিনিধি: নব্বই দশকের বলিউডের বিখ্যাত নায়িকাদের মধ্যে একজন ছিলেন আয়েশা জুলখা। ‘কোহরা’, ‘জো জিতা ওহি সিকান্দর’, ‘মেহরবান’, ‘সংগ্রাম’, ‘খিলাড়ি’- সহ একাধিক সুপারহিট চলচ্চিত্রে অভিনয়ের জন্যে তিনি বিখ্যাত। তাঁর সৌন্দর্য, সরলতা, নরম স্বভাব, দুর্দান্ত অভিনয়, সবটাই মন জয় করেছে ভক্তদের। যদিও বর্তমানে তিনি বলিউডের বিদায়ী মুখ। তাঁর সমকালীন তারকারা অভিনয় করলেও তাঁকে খুব একটা অভিনয়ে দেখা যায় না। কিন্তু কেন, তা জানেন কী? এর পেছনেও একটি অজানা রহস্য রয়েছে। আসলে অভিনেত্রী এত ভাল ভাল ছবি ভক্তদের উপহার দিলেও সেই সময়ে একটি ছবির জন্যে তাঁকে বিতর্কের মুখে পড়তে হয়েছিল। সেই ছবির নাম ছিল, ‘দালাল’।

এই ছবিতে একটি ধর্ষণ এবং অশ্লীল গানের দৃশ্য ছিল। যেটি অভিনেত্রীকে না জানিয়েই তাঁর ‘বডি ডবল’ দিয়ে শুট করানো হয়েছিল। যার কারণে অভিনেত্রীর নাম বিতর্কে জড়িয়ে পড়েছিল। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে আয়েশা জানিয়েছেন, কীভাবে এই ছবিতে তাঁর বডি ডবল দিয়ে ধর্ষণের দৃশ্য এবং একটি অশ্লীল গানের শুটিং করানো হয়েছিল। সে সম্পর্কে তিনি বিন্দুমাত্র টের পাননি। ছবি রিলিজের পর তিনি বিষয়টি জানতে পারেন। অভিনেত্রী জানিয়েছেন, ‘যখন মিডিয়া স্ক্রিনিংয়ে ছবিটি দেখানো হয়েছিল। তখন আমার একজন সাংবাদিক বন্ধু আমাকে জানান যে, এই ছবিতে আমার একটি খুবই অশ্লীল দৃশ্য রয়েছে। যা শুনে আমি রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলাম। এরপর আমি এই ছবির পরিচালক প্রকাশ মেহরাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে, আমি যখন আপনাকে জিজ্ঞাসা পড়েছিলাম যে, ছবিতে আমার কোনও অশ্লীল বা ধর্ষণের দৃশ্য আছে কিনা, তখন আপনি কেন তা অস্বীকার করেছিলেন? এরপর আমি তাঁর কাছে ছবিটি দেখার দাবি করেছিলাম। কিন্তু তিনি আমাকে যে ছবিটি দেখিয়েছিল সেখানে কোনও অশ্লীল দৃশ্য বা গান ছিল না। এরপর মিডিয়ার তরফ থেকে আমাকে ছবিটির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। সেখানে আমি বিনা আমন্ত্রণে পৌঁছই। তখনই দেখতে পাই আমার একটি অশ্লীল গানের দৃশ্য এবং ধর্ষণের দৃশ্য রয়েছে। যা সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না।’

এরপর অভিনেত্রী বলেন,’ গানটি দেখার পর আমি স্পষ্ট বুঝেছিলাম যে, এই অশ্লীল গানে আমার বডি ডবল ব্যবহার করা হয়েছে। তাও আমাকে না জানিয়ে। এতে আমি খুবই অপমানিত হয়েছিলাম। কারণ আমি এই দৃশ্যগুলি নিয়ে আমাকে বিতর্কের মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে আমি নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ জানিয়ে রাখি, এই বিতর্কের কারণেই অভিনেত্রী মুখ্য চরিত্রে অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন। পরে ইন্ডাস্ট্রিকেই বিদায় জানান। এরপর ২০২২ সালে ‘হুশ হুশ’ ওয়েবসিরিজের মাধ্যমে তিনি OTT তে আত্মপ্রকাশ করেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিলল ছাড়পত্র, ২০ জুন কি মুক্তি পাচ্ছে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’?

গোবিন্দার পদবী সরিয়ে ফেললেন সুনিতা, তবে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন দম্পতি?

শিরোনামে পূজা ও কুণাল, উঠল প্রযোজককে অপহরণ করে ৬৪ লক্ষ টাকা আদায়ের অভিযোগ

রাজ কাপুরের ‘ববি’-তে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বলি অভিনেত্রী

বিয়ের খবর সংবাদপত্রে ফাঁস হওয়ায় ভয়ে কেঁদে ফেলেছিলেন বলি অভিনেতার স্ত্রী

‘গোবিন্দার স্ত্রী হয়ে আমি বাথরুম পরিষ্কার করতে পারব না’, কেন এ কথা বললেন সুনীতা?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ