এই মুহূর্তে




‘আন্ডারওয়ার্ল্ডের হুমকির ভয়েই গান ছেড়েছি’, বিস্ফোরক র‍্যাপার বাবা সেহগাল




নিজস্ব প্রতিনিধি: হানি সিংহ বা বাদশা নয়, নব্বই দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় র‍্যাপার ছিলেন বাবা সেহগাল। দর্শকদের অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। কিন্তু এক সময়ে এই গানই তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। গান ছেড়ে দেওয়ার হুমকি পেতেন আন্ডারওয়ার্ল্ড থেকে, পাশাপাশি পেতেন মৃত্যুহুমকিও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে র‍্যাপার নিজেই জানালেন এ কথা। সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে বাবা সেহগাল বলেন, আন্ডারওয়ার্ল্ড থেকে তাঁকে গান ছেড়ে দেওয়ার চাপ দিচ্ছিল। যার কারণে সেই সময়ে খুব ভয়ে ভয়ে দিন কাটত তাঁর এবং তাঁর পরিবারের।

কারণ ১৯৯৮ সালে অপরাধ জগত খুবই শক্তিশালী ছিল। তাঁরা বলিউডকে পুরো গ্রাস করে রেখেছিলেন। যেমনটা দাউদ ইব্রাহিম, পাকিস্তানের এই কুখ্যাত ডনের সঙ্গে বলিউডের একাধিক অভিনেত্রীর সম্পর্ক ছিল। এমন কী কেরিয়ারের শীর্ষে থেকেও সে সময়ে মাদক চোরা চালানে যুক্ত হয়ে গিয়েছিলেন অভিনেত্রী মমতাজ। সুতরাং বিষয়টি অনেকেরই জানা যে, নব্বই দশকের বলিউডে আন্ডারওয়ার্ল্ডের কতটা প্রধান্য ছিল, কুখ্যাত সন্ত্রাসীদের আনাগোনা ছিল বলিউডে। সেই সময়ের কথা স্মরণ করে র‍্যাপার সেহগাল বলেন, ১৯৯৮ সালে আন্ডারওয়ার্ল্ড খুবই শক্তিশালী ছিল। আমি কখনও ভাবিনি যে, আমিও তাঁদের দেওয়া হুমকির শিকার হব। কারণ আমি শুধুমাত্র একজন গায়ক ছিলাম। কিন্তু আমিও হুমকি পেয়েছি। সেই সময়টা আমার এবং আমার পরিবারের জন্যে খুবই চাপের ছিল। তবে আমি টাকার জন্যে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি পাইনি। বরং তাঁরা আমাকে গান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ছিলেন। তাঁরা আমাকে গান বাজানো বন্ধ করতে বলেছিলেন। তাঁদের সুর আক্রমণাত্মক ছিল না। বরং গম্ভীর ছিল। তাঁরা রাতবিরেতে আমাকে ফোন করত। তখন আমার জন্যে সময়টা খুব ভয়ানক ছিল।’

একই সাক্ষাৎকারে বাবা সেহগাল ভারতীয় বিনোদন জগতের অন্ধকার যুগের কথাও তুলে ধরেছেন। বলেছেন, সেই সময়ে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের রাজ ছিল। সে এক বিভ্রান্তিকর সময়। রিমিক্সের যুগ শুরু হয়ে গিয়েছিল। উল্লেখ্য, নব্বই দশকে বাবা সেহগাল একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন। যার মধ্যে রয়েছে, ‘মিস লুম্বা লুম্বা’, ‘কি মে ঝুট বোলেয়া’, ‘দিল ধড়কে’, ‘ও মেরে দিল কে চ্যান’, ‘সুইটি সুইটি’-র মতো একাধিক গানে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘নিরুদ্দেশে যেতে চাই’, অভিষেক বচ্চনের পোস্ট ঘিরে শোরগোল, হঠাৎ কী হল অমিতাভ-পুত্রের?

বলিউডে ডেবিউ এড শিরানের! শাহরুখের ছবিতে হিন্দি গান গাইবেন পপ তারকা

“যতক্ষণ না ও বিয়েটা পারফেক্ট করছে…”, আমিরের বহুবিবাহকে নিয়ে তামাশা সলমানের

মুম্বই গিয়েই ভাগ্য বদল, কোটি টাকার বিলাসবহুল গাড়ি কিনলেন ‘ভাইরাল গার্ল’ মোনালিসা

‘সিতারে জমিন পর’ সিনেমায় জুড়তে হবে মোদির উদ্ধৃতি, তালিবানি ফতোয়া সিবিএফসির

মিঠি নদী কেলেঙ্কারিতে বাড়ছে চাপ, দিনো মোরিয়াকে আবারও তলব করল ইডি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ