-273ºc,
Friday, 9th June, 2023 2:35 am
নিজস্ব প্রতিনিধি: একের পর এক দুর্ঘটনা ছবির সেটে। গত মাসেই হায়দ্রাবাদে প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’ শুটিংয়ের সময় অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে মারাত্মক আহত হন মেগাস্টার অমিতাভ বচ্চন। বুকের কার্টিলেজে চরম আঘাত পেয়েছেন অভিনেতা, পাঁজর ভেঙে গিয়েছে তাঁর। এ কথা অভিনেতা নিজেই জানিয়েছিলেন। এমনকি এটাও জানিয়ে ছিলেন যে, তাঁর সুস্থ হতে হতে অনেকদিন সময় লাগবে। সুস্থ না হওয়া পর্যন্ত তিনি শুটিং করতে পারবেন না।
এরপরেই খবর আসে, স্কটল্যান্ডে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে মারাত্মক চোট পান অভিনেতা অক্ষয় কুমার। বরাবরই একা স্টান্ট করতে ভালবাসেন অভিনেতা। শোনা যায়, হাঁটুতে মারাত্মক চোট নিয়েই তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন। এবার এদিন খবর এল, ‘আকেলি’ ছবির শুটিং সেটে মারাত্মক আহত হয়েছেন অভিনেতা নুহরত ভারুচা। ‘আকেলি’ সেট থেকেই ‘আহত’ ছবি শেয়ার করেছেন নুসরত ভারুচা। অভিনেত্রী বর্তমানে তাঁর পরবর্তী থ্রিলার ড্রামা ফিল্ম ‘আকেলি’-এর শুটিং করছেন, শুটিংয়ের সময় তাঁর আঘাতের চিহ্নগুলি সবটাই সেট থেকে পোস্ট করছেন অভিনেত্রী।
ছবিতে দেখা যায়, তাঁর কপালে ক্ষত এবং রক্তের দাগ, নুসরত তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে জানান যে, তিনি আসন্ন চলচ্চিত্র আকেলির শুটিং করার সময় কঠিন সময়ের সঙ্গে মোকাবিলা করেছেন। এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি পরিচালনা করেছেন প্রণয় মেশরাম। যিনি এই ছবির মাধ্যমে বলিউডের মূল পর্বে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন। এর আগে তিনি ‘কুইন’ এবং ‘কমান্ডো 3’-এর মতো সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এদিকে, কাজের ফ্রন্টে, ‘আকেলি’ ছাড়াও, নুসরতের ‘ছোড়ি 2’ও পাইপলাইনে রয়েছে। কিছুদিন আগেই ‘ছোড়ি 2’-এর শুটিংয়ের সময়েও মারাত্মক আঘাত পেয়েছিলেন অভিনেত্রী।