এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সাহিত্যিক সলমন রুশদির উপর প্রাণনাশক হামলা, গর্জে উঠল বলিউড

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার নিউইয়র্কে একটি সাহিত্য অনুষ্ঠানে ব্রিটিশ লেখক সলমন রুশদির (Author Salman Rushdie) উপর হামলা হয়। বারবার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে তাঁকে। আর এই ঘৃণ্য কাজটি করেছেন এক ২৪ বছরের যুবক। একজন কিংবদন্তী লেখক, সলমন রুশদি। একসময় তাঁর লেখাই তাঁকে ইরানের মৃত্যুর হুমকির মুখে ফেলে দিয়েছিল। শুক্রবার এই ঘটনার পরে রুশদিকে তৎক্ষণাৎ হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি তাঁর স্বাস্থ্য বিষয়ক আপডেট সম্বন্ধীয় যাবতীয় তথ্য একটি বিবৃতির আকারে পেশ করে জানিয়েছেন, “সম্ভবত লেখক একটি চোখ হারাবেন, তাঁর বাহুতে স্নায়ু বিচ্ছিন্ন হয়েছে, এবং ছুরিকাঘাতে তাঁর লিভার ক্ষতিগ্রস্থ হয়েছে। রুশদি কথা বলার মতন ক্ষমতায় নেই।”

স্বাভাবিকভাবেই প্রকাশ্যে রুশদির উপর এরকম জঘন্য হামলা নিয়ে, সাহিত্য জগত থেকে শুরু করে রাজনীতিবিদ এবং সেলিব্রিটি সবাই তীব্র নিন্দা করেছেন। ইতিমধ্যেই নিউইয়র্ক স্টেট পুলিশ এহেন হামলায় জড়িত একজন ২৪ বছর বয়সি হাদি মাটারকে সনাক্ত করেছেন। যদিও নিউ জার্সির ফেয়ারফিল্ডের হাদি কেন এটা করেছেন, তা এখনও অস্পষ্ট। রুশদির গলার পাশাপাশি পেটেও ছুরিকাঘাত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে তাঁকে দেখেই কয়েক দল ছুটে এসে সাহিত্যিককে একেবারে মাটিতে ফেলে কোপাতে শুরু করে। 

শনিবার বেশ কয়েকজন বলিউড তারকারাও এই তালিকায় অন্তর্ভুক্ত। বলিউড গীতিকার জাভেদ আখতার বলেছেন, “আমি সলমন রুশদির উপর বর্বরোচিত হামলার নিন্দা করছি। আমি আশা করি যে এনওয়াই পুলিশ এবং আদালত, এই ধরনের জঘন্য কাজ যারা করেছেন, তাঁদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোরতম ব্যবস্থা নেবে”।

তাঁর স্ত্রী অভিনেত্রী শাবানা আজমিও এই হামলার নিন্দা করেছেন এবং রুশদির শীঘ্রই সুস্থতা কামনা করেছেন।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংবাদমাধ্যমের ছবি শেয়ার করে বলেছেন, “জিহাদিদের আরেকটি ভয়ঙ্কর কাজ, দ্য স্যাটানিক ভার্সেস তাঁর সময়ের অন্যতম সেরা বই। আমি ঘটনাটি শুনে রীতিমত কেঁপে উঠেছি। যা কিনা প্রচণ্ড ভয়ঙ্কর।”

অভিনেত্রী স্বরা ভাস্করও একটি টুইটে এই ঘটনাকে লজ্জাজনক, নিন্দনীয় এবং জঘন্য হিসেবে ব্যক্ত করেছেন। 

চলচ্চিত্র নির্মাতা ওনির টুইটারে লিখেছেন, “সলমনরুশদির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। শিল্পী এবং তাঁর কণ্ঠ বিশ্বব্যাপী ধর্মীয় চরমপন্থীদের দ্বারা গুরুতর হুমকির মধ্যে রয়েছে। সলমনরুশদির পাশে দাঁড়ান।সলমনরুশদি আমাদের সকলের জন্য একটি অনুস্মারক, তাঁর উপর এই জঘন্য হামলার তীব্র শাস্তি চাই।”

উল্লেখ্য, রুশদি ১৯৮১ সালে তাঁর দ্বিতীয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন, যার জন্যে তিনি বুকার পুরস্কারও জিতেছিলেন। এরপর তাঁর ১৯৮৮ সালের আরেকটি বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর আহ্বান জানিয়ে একটি ফতোয়া বা ধর্মীয় আদেশের জন্ম দেয়।যা কিছু মুসলমান নবী মোহাম্মদের অসম্মানজনক বলে মনে হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ডান্স দিওয়ানে’-র মঞ্চে ২৭ বছরের স্মৃতি তাজা করলেন মাধুরী-করিশ্মা

আবির বা যীশু নয়, ‘সারেগামাপা’র নয়া সিজনের দায়িত্বে অন্য কেউ, কে তিনি?

বিরতি ছাড়াই রোজ ‘৯-৫’ টার ডিউটি, গাড়িতেই লাঞ্চ, হঠাৎ এমন হাল কেন বিগ বি-র?

কেন অ্যাওয়ার্ড শোতে যেতে অপছন্দ আমিরের, জানালেন সুপারস্টার নিজেই

সামান্থাকে ভুলে নতুন প্রেমে মজে নাগা চৈতন্য, শোভিতাকে নিয়ে কোথায় গেলেন?

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে রিম্যান্ডে আনতে পারবে না পুলিশ, কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর