এই মুহূর্তে

পারিশ্রমিকে তরুণ অভিনেতাদের টেক্কা, ‘বর্ডার 2’-এর জন্যে কত কোটি নিচ্ছেন ‘বুড়ো’ সানি দেওল?

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে বোমা ফাটানোর জন্যে প্রস্তুত ‘বর্ডার 2’। আগামী ২৩ জানুয়ারি তথা নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই সিক্যুয়েলটি। ছবির প্রথম সংস্করণ মুক্তি পেয়েছিল প্রায় ২৮ বছর আগে। সানি দেওল, সুনীল শেট্টি, অক্ষয় খান্না অভিনীত ‘বর্ডার’ ছিল বলিউডের ইতিহাসের অন্যতম ব্লকবাস্টার ছবি। দেশের সেনাবাহিনীদের জীবনীকে কেন্দ্র করে তৈরী ছবিটি। সেই সময়েও ভক্তমনে ঝড় তুলেছিল ছবিটি। তাই নতুন প্রজন্মের কাছে পরিচয় দিতে নতুনভাবে আসছে ‘বর্ডার 2’। যা নিয়ে ভক্তদের মনে উত্তেজনার শেষ নেই। ইতিমধ্যেই দেশাত্মবোধক ছবিটির আইকনিক গান ‘ঘর কব আওগে’ নতুন ভাবে মুক্তি পেয়েছে। যা ভক্তদের আবেগপ্রবণ করে তুলেছিল। নস্ট্যালজিয়ায় ভেসেছেন নব্বই শতকে জন্মগ্রহণকারীরা।

সানি দেওল ছাড়াও বর্ডার ২-এ আরও অভিনয় করছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসঞ্জ, সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি। সুতরাং সানি ছাড়া আগের কোনও অভিনেতাই নেই ছবিতে। পুরোপুরি নতুন প্রজন্ম নিয়ে তৈরি হয়েছে বর্ডার 2। তাই দর্শকদের মধ্যে উত্তেজনাও দ্বিগুণ। তবে ছবি নিয়ে উত্তেজনার পাশাপাশি দর্শকরা ছবির প্রধান তারকাদের পারিশ্রমিকের বিষয়েও জানতে চায়। তা নিয়েও আলোচনা চলছে। জানা গিয়েছে, অনুরাগ সিংহ পরিচালিত ‘বর্ডার ২’-এর জন্যে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন সানি দেওল। এই সিনেমার জন্য তিনি ১০ বা ২০ কোটি নয়, প্রায় ৫০ কোটি টাকা নিয়েছেন। এরপর আসি পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসঞ্জের কথায়, তিনি ছবিতে কেবল গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ই করেননি, কিছু গানও গেয়েছেন। প্রতিবেদন অনুসারে, তিনি ছবিটির জন্য ৪ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

এছাড়া ছবিতে বরুণ ধাওয়ানও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বরুণ এই ছবিতে অভিনয়ের জন্যে ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে সুনীল শেট্টির ছেলে আহান শেট্টিও ‘বর্ডার ২’ -তে তাঁর শক্তিশালী অভিনয় দিয়ে ভক্তদের মুগ্ধ করতে প্রস্তুত। তবে তিনি কত টাকা পারিশ্রমিক নিয়েছেন, তা জানা যায়নি। বর্ডার ২-এ যৌথভাবে প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জে. পি. দত্ত এবং নিধি দত্ত। ছবিটির নারী অভিনেতাদের মধ্যে রয়েছেন সোনম বাজওয়া, মোনা সিংহ এবং মেধা রানা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সামনেই মাধ্যমিক, শুটিংয়ের ফাঁকে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পর্দার কুসুম, লাজবন্তী?

বয়স পেরিয়েছে ৩৮, কবে বিয়ে করবেন? মুখ খুললেন শ্রদ্ধা কাপুর

নতুন বছরে দর্শকদের উপহার, ফের জুটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, পরিচালক কে?

কবে রিলিজ হবে ‘বর্ডার ২’? সানি দেওলের কাছে জানতে চাইলেন পাকিস্তানি ভক্ত

‘আমি তাঁর গার্লফ্রেন্ড নই’, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটিংয়ের গুজব ওড়ালেন ব্রিটিশ কিশোরী

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিজয়কে তলব CBI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ