-273ºc,
Friday, 9th June, 2023 2:17 am
নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই ঢালিউড ইন্ডাস্ট্রি সরগরম। সৌজন্যে ফের বিতর্কিত নায়ক শাকিব খান। ২০১৬ সালে তাঁর ছবি ‘অপারেশন অগ্নিপথ’কে নিয়েই যত গণ্ডগোল। এই ছবির শ্যুটিংয়ে গিয়ে নাকি সহ মহিলা প্রযোজককে ধর্ষণ করেছেন শাকিব। এরপর পুলিশের গ্রেপ্তারের ভয়ে দেশে পালিয়ে আসেন তিনি। এমনকি সেখানে গিয়ে শরীরের চাহিদা মেটানোর জন্যে একাধিক যৌনকর্মীর সঙ্গে সহবাস করতেন শাকিব। আর সেই টাকা পয়সা চোকাতে হত প্রযোজকদের। তবে প্রযোজকের কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন সুপারস্টার, তাঁর দাবি ওই ব্যক্তি তাঁর ছবির প্রযোজকই ছিলেন না। এমনকী তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানাতেও যান শাকিব। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ নেন নি। তবে এই ঘটনার পক্ষে সবাই শাকিবকেই সমর্থন জানিয়েছেন। শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলীও স্বামীর পাশে দাঁড়িয়েছেন, তিনি জানিয়েছেন শাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এর মধ্যেই গতকাল ছিল, শাকিব- বুবলীর সন্তানের জন্মদিন। একেবারে ধুমধাম করে ছেলের ৩ বছর জন্মদিন সেলিব্রেশন করলেন নায়ক-নায়িকা দুজনেই। একসঙ্গে দেখা গেছে শাকিব-বুবলীকে। তবে দুজনে ছিলেন দুই প্রান্তে। ছবিগুলি দেখে ভক্তরা নানারকম মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শবনম বুবলীর ছবি দেখে বললেন, শাকিব বোধহয় আমন্ত্রিত। নাতি শেহজাদ খান বীরের জন্মদিনে উপস্থিত ছিলেন শাকিব খানের মা–বাবা ও নিকটাত্মীয়রা।
জানা গিয়েছে, শাকিবের বাড়িতেই বীরের জন্মদিন আয়োজন করা হয়েছে। ছবিতে বুবলী ও শাকিব খানের ভক্তরা শেহজাদ খান বীরকে জন্মদিনের শুভেচ্ছা ও জানিয়েছেন এবং তাঁদের পরিবারকে সর্বদা এক থাকতে বলেছেন। ছবিতে আরও দেখা যায়, শেহজাদ খান বীরের জন্মদিনে দুটি কেক আনা হয়েছে। দুটি কেকেই ছেলের নাম এবং তার তিন বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ আছে। চলতি বছরের ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। এতে শাকিব খান, বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।