এই মুহূর্তে

বক্সঅফিসে সুনামি! ৮০০ কোটি আয় করে ‘পুষ্পা 2’-এর রেকর্ড ভাঙার মুখে ‘ধুরন্ধর’

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর’, পঞ্চম সপ্তাহে পৌঁছেও প্রথমদিনের মতোই দর্শকভিড় প্রেক্ষাগৃহগুলিতে। অর্থাৎ রণবীর সিংহের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা বহাল। ইতিমধ্যেই ভিকি কৌশলের ‘ছাভা’-র আয়ের রেকর্ড ভেঙে ফেলেছে ছবিটি। এখন আয়ের নিরিখে আল্লু অর্জুনের ‘পুষ্পা 2’-এর রেকর্ড ভাঙার মুখে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই ধুরন্ধর বলিউডের ব্লকবাস্টার ছবির তালিকায় জুড়েছে। গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্সঅফিসে রাজ করছে ছবিটি। রণবীরের পাশাপাশি অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন সকলের অভিনয় প্রশংসিত হচ্ছে। ‘ধুরন্ধর’ বক্স অফিসে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এই মুহূর্তে এটিকে দুর্বল করা অসম্ভব।

এই সপ্তাহান্তে, ‘ধুরন্ধর’ ৮০০ কোটি টাকা আয় করে শীর্ষ বক্সঅফিস কালেকশনে পৌঁছেছে। এটিই প্রথম বলিউড ছবি যেটি এই রেকর্ড অর্জন করেছে। ‘পুষ্প 2’-এর পরে, ‘ধুরন্ধর’ ৮০০ কোটি টাকা আয় করা দ্বিতীয় হিন্দি ছবি হয়ে উঠেছে। পাঁচ সপ্তাহ কেটে গেলেও প্রেক্ষাগৃহে একই ভিড়। গত শুক্রবার ‘ধুরন্ধর’ ১০ কোটি টাকারও কম আয় করেছিল। তবে শনিবার ছুটির দিন শুরু হতেই ‘ধুরন্ধর’-এর বড় লাফ দিয়েছে। ৩০তম দিনে ১২.৬০ কোটি টাকার আয়ের সঙ্গে বক্স অফিসে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। রবিবারের ট্রেড রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, “ধুরন্ধর” ৩১তম দিনে প্রায় ১৪ কোটি টাকার টাকা আয় করেছে। এটি পঞ্চম সপ্তাহান্তে ছবির সর্বোচ্চ বক্স অফিস কালেকশন। সব মিলিয়ে ৩১ দিনে ‘ধুরন্ধর’-এর মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৮২০ কোটি টাকার কিছু বেশি।

২০২৫ সালে, ভিকি কৌশলের ‘ছাভা’ তার পঞ্চম সপ্তাহান্তে ২২ কোটি টাকা আয় করেছিল। পঞ্চম সপ্তাহে, ৩১ কোটি টাকা আয় করেছে ধুরন্ধর। পঞ্চম সপ্তাহের প্রথম তিন দিনে (শুক্রবার, শনিবার এবং রবিবার), “ধুরন্ধর” মোট আনুমানিক ৩৬ কোটি আয় করেছে। সুতরাং পঞ্চম সপ্তাহের শেষে ছবিটি ৫০ কোটি ছাড়িয়ে যাওয়া প্রথম হিন্দি ছবি হয়ে উঠেছে। ‘ধুরন্ধর’ এখন ‘পুষ্পা ২’-এর সর্বকালের রেকর্ড ভাঙতে প্রস্তুত। আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ এখনও পর্যন্ত ৮৩০ কোটি টাকা আয় করা সবচেয়ে বড় হিন্দি ছবি। কিন্তু ‘ধুরন্ধর’-এর গতি দেখে বোঝা হচ্ছে যে, পঞ্চম সপ্তাহ শেষ হওয়ার আগেই এটি ‘পুষ্পা ২’-এর ৮ সপ্তাহের ৮৩০ কোটি টাকা আয়কে ছাড়িয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সামনেই মাধ্যমিক, শুটিংয়ের ফাঁকে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পর্দার কুসুম, লাজবন্তী?

বয়স পেরিয়েছে ৩৮, কবে বিয়ে করবেন? মুখ খুললেন শ্রদ্ধা কাপুর

নতুন বছরে দর্শকদের উপহার, ফের জুটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, পরিচালক কে?

কবে রিলিজ হবে ‘বর্ডার ২’? সানি দেওলের কাছে জানতে চাইলেন পাকিস্তানি ভক্ত

‘আমি তাঁর গার্লফ্রেন্ড নই’, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটিংয়ের গুজব ওড়ালেন ব্রিটিশ কিশোরী

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিজয়কে তলব CBI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ