এই মুহূর্তে




মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি বাঙালি পরিচালক পার্থ ঘোষ




নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! আর নেই কিংবদন্তি বাঙালি পরিচালক পার্থ ঘোষ। যিনি নির্মাণ করেছেন ‘100 days’, ‘অগ্নিসাক্ষী’-র মতো একাধিক সুপারহিট ছবি। যাঁর হাত ধরে হিন্দি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হয়েছেন একাধিক বলিউড তারকা। তিনি আর নেই। সোমবার (৯ জুন) সকালে মুম্বইয়ে নিজের বাসভবনেই মারা গিয়েছেন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এই হৃদয়বিদারক খবরটি জানিয়েছেন বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গিয়েছে, হৃদরোগের কারণেই প্রয়াত হয়েছেন তিনি। মুম্বইয়ের মাধ দ্বীপ এলাকায় বসবাস করতেন পরিচালক। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী গৌরী ঘোষকে রেখে গিয়েছে। শুধু হিন্দু ইন্ডাস্ট্রিতেই নয়, বাংলা চলচ্চিত্র জগতেও যথেষ্ঠ অবদান রেখেছেন পার্থ ঘোষ। ১৯৮৫ সালে ছোট ছোট চলচ্চিত্রের মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে হিন্দি চলচ্চিত্রে পা রাখেন পার্থ। তাঁর প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ছিল, ১৯৯১ সালের সুপারহিট ছবি “১০০ ডেজ”, যেখানে জ্যাকি, মাধুরী, মুনমুন সেন এবং জাভেদ জাফরি ​​অভিনয় করেছেন।

ছবিটির প্লটটি একজন মহিলার জীবনের একাধিক রহস্যজনক ঘটনা নিয়ে তৈরি করা হয়েছিল। এটি ছিল ১৯৮৪ সালের তামিল ছবি নূরাভাথু নাল-এর রিমেক, যা নিজেই ১৯৭৭ সালের ইতালীয় গিয়ালো ছবি সেটে নোট ইন নেরোর একটি অনানুষ্ঠানিক রূপান্তর। এছাড়াও তিনি ১৯৯২ সালে, অবিনাশ ওয়াধওয়ান এবং দিব্যা ভারতী অভিনীত “গীত” ছবিটিও তৈরি করেছিলেন পার্থ ঘোষ। তবে তাঁর সবথেকে আয়করী চলচ্চিত্র ছিল ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত দালাল। এতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, আয়েশা ঝুলকা এবং রাজ বব্বর, তিন্নু আনন্দ, শক্তি কাপুর, রবি বহল, সত্যেন কাপ্পু, ইন্দ্রাণী ব্যানার্জী এবং তরুণ বেহল।

এছাড়াও তিনি ১৯৯৬ সালে “অগ্নি সাক্ষী” ছবিটি নির্মাণ করেছিলেন। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করে ছিলেন জ্যাকি শ্রফ, নানা পাটেকর এবং মনীষা কৈরালা। এদিকে ২০১৫ সাল পর্যন্ত, তিনি ১৫টিরও বেশি ছবি লিখেছেন এবং পরিচালনা করেছেন। তাঁর আরেকটি হিট ছবি “তিসরা কৌন”। যেটি ছিল ১৯৯০ সালে জোশি পরিচালিত মালায়ালাম ছবি নং ২০ মাদ্রাজ মেইলের রিমেক, যেখানে মোহনলাল প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১০ সালে, ঘোষ এক সেকেন্ড… জো জিন্দেগি বাদল দে? এবং রহমত আলী পরিচালনা করেছিলেন। তাঁর পরিচালনায় শেষ চলচ্চিত্র ছিল ২০১৮ সালের “মৌসম ইকরার কে দো পাল প্যায়ার কে”। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ জে ভারতী, মাদালসা শর্মা এবং অবিনাশ ওয়াধওয়ান।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘নিরুদ্দেশে যেতে চাই’, অভিষেক বচ্চনের পোস্ট ঘিরে শোরগোল, হঠাৎ কী হল অমিতাভ-পুত্রের?

বলিউডে ডেবিউ এড শিরানের! শাহরুখের ছবিতে হিন্দি গান গাইবেন পপ তারকা

“যতক্ষণ না ও বিয়েটা পারফেক্ট করছে…”, আমিরের বহুবিবাহকে নিয়ে তামাশা সলমানের

মুম্বই গিয়েই ভাগ্য বদল, কোটি টাকার বিলাসবহুল গাড়ি কিনলেন ‘ভাইরাল গার্ল’ মোনালিসা

‘সিতারে জমিন পর’ সিনেমায় জুড়তে হবে মোদির উদ্ধৃতি, তালিবানি ফতোয়া সিবিএফসির

মিঠি নদী কেলেঙ্কারিতে বাড়ছে চাপ, দিনো মোরিয়াকে আবারও তলব করল ইডি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ