এই মুহূর্তে




ছেলে-মেয়ে-স্ত্রীকে নিয়ে এখনও ভাড়া বাড়িতে শাহরুখ, কবে মন্নতে ফিরবে খান পরিবার?




নিজস্ব প্রতিনিধি: ছেলে-মেয়েকে নিয়ে মন্নত ছেড়েছেন শাহরুখ খান। যার আশেপাশে সর্বদা ভক্তদের ভিড় লেগেই থাকত। শুধুমাত্র একটিবার নায়ককে দেখার জন্যে। প্রতি বছর অভিনেতার জন্মদিনের সময় মন্নত হয়ে উঠত যেন মিলন মেলা। ভক্তদের কোলাহলে ঘাম ছুটত পুলিশের। কিন্তু ‘মন্নত’ ছেড়ে যাওয়ার পর মুম্বইয়ের ওই অঞ্চল টাই যেন নিস্তেজ হয়ে পড়েছে। যাই হোক, বর্তমানে মন্নতের পুননির্মাণ হচ্ছে। এবং শাহরুখ তাঁর মেয়ে সুহানা খান, আরিয়ান খান, আবরাম খান এবং গৌরী খানকে নিয়ে পালি হিলের সমুদ্রমুখী একটি বাড়িতে উঠেছেন। মুম্বইয়ের পর্যটকদের কাছেও মন্নত একটি দর্শনীয় স্থান। তাই ২ বছরের আগে মন্নতের কাজ শেষ হবে না। এখন আবার শোনা যাচ্ছে, গৌরী ও শাহরুখ তাঁদের কর্মীদের জন্যে ২৪ লাখ টাকার একটি বাড়ি ভাড়া নিয়েছেন। তবে বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কাছে গৌরী মন্নতের সংস্কারের বিষয়ে একটি আপডেট দিয়েছেন। গৌরী পেশায় একজন সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার। আর তিনি নিজেই মন্নতের ভেতরের কাজ ডিজাইন করেছেন। মন্নতের পুনর্নিমানেও তিনিই ইন্টেরিয়র কাজ করছেন। এদিকে মন্নতের ভিতরে গৌরী খান নিজের একটি স্টুডিও রাখবেন। যেটি খুবই বড়। এছাড়াও তিনি দিল্লিতেও তাঁর সংস্থার একটি স্টুডিও খুলবেন।

যদি দিল্লির কোনও বাসিন্দা গৌরীকে দিয়ে তাঁদের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করতে চান, তাহলে আগে থেকে একটি Appointment করতে হবে। এদিকে শাহরুখ খান ব্যস্ত থাকায় গৌরী নিজেই মন্নতের সংস্কারের কাজ দেখাশোনা করছেন। সম্প্রতি সাক্ষাৎকারে মন্নতের সংস্কার নিয়ে গৌরী খান বলেন, এখন অনেক সময় আমাদের বাড়ির কাজ চলবে। তবে আমাদের সংস্কার করা বাড়িটির কাজ এক বছরে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। তারপর আমরা সেখানে বসবাস করতে পারব। আপনাদের জানিয়ে রাখি, শাহরুখ খান তাঁর পরিবারের জন্যে পালি হিলে দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। এগুলো প্রযোজক বাসু ভাগনানির।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪.৭২ লক্ষ টাকায় কোকেন ক্রয়, মাদক সেবনের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

‘মায়ের জন্যে মন কাঁদছে আমার, কিন্তু দেশে ফিরতে পারছি না’, যন্ত্রণা শোনালেন ইরানি পরিচালক

নেটফ্লিক্সের শোতে বাজিমাত! ৩ সিজনে ১৯৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন কপিল শর্মা

‘আজ দিনটা রাহুলের’, ইংল্যান্ড টেস্টের চতুর্থ দিনে জামাইয়ের উদ্দেশ্যে বিশেষ বার্তা সুনীলের

ঐতিহাসিক মুহূর্ত! আসল সমাপ্তি ও বাদ পড়া দৃশ্য নিয়ে ইতালিতে বিশ্ব প্রিমিয়ার হতে চলেছে ‘শোলে’

মা কালী সেজে তামাশা, ক্রুশ লেহন! টমি জেনেসিসের ভিডিও নিয়ে শোরগোল, কে এই র‍্যাপার?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ