এই মুহূর্তে




২০২৬-এ ফিরছে ‘গুল্লক’, পঞ্চম সিজনে দেখা যাবে না ‘আন্নু ভাইয়া’ বৈভব রাজগুপ্তাকে, কিন্তু কেন?

নিজস্ব প্রতিনিধি: ‘গুল্লক 5’-এ দেখা যাবে না আন্নু ভাইয়া, বৈভব রাজগুপ্তাকে, কেন? করোনার পর থেকেই বিনোদনের বাড়তি সংযোজন হয়েছে ওয়েব সিরিজগুলি। যার ফলে মানুষ এখন সিনেমা হলে গিয়ে ছবি দেখা ভুলতে বসেছেন। নিত্যদিন রিলিজ হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ। আর তাতেই মন দিয়েছেন দর্শকরা। একটা সিজন শেষ হতে না হতেই প্রিয় সিরিজের একের পর এক সিজন চান ভক্তরা। ওয়েব সিরিজ দুনিয়ার অন্যতম জনপ্রিয় সিরিজ হল ‘গুল্লক’। যার এখনও পর্যন্ত ৪ টি সিজন বেরিয়ে গিয়েছে। এবং ভক্তদের কাছে তা প্রশংসিতও হয়েছে। এখন পঞ্চম সিজনের জন্যে অপেক্ষায় ভক্তরা। তাঁদের জন্যেই এবার সুখবর। ভারতের সবচেয়ে প্রিয় পারিবারিক ওয়েব সিরিজগুলির মধ্যে একটি ‘গুল্লক’।

কয়েকদিন আগে, ভক্তদের পঞ্চম সিজনের রিলিজের খবর জানিয়েছেন নির্মাতারা। কিন্তু সেখানে সিরিজের প্রিয় চরিত্র, আন্নু ভাইয়াকে দেখা যায় নি। যে চরিত্রে বৈভব রাজগুপ্ত অভিনয় করে ছিলেন। হ্যাঁ, তিনি অভিনয় করছেন না পঞ্চম সিজনে। তার জায়গায় নতুন মুখ আসবে। কিন্তু কেন? গুল্লক সিরিজটি মুলত মধ্যবিত্ত জীবনের গল্প অবলম্বনে তৈরি। সিরিজে জামিল খান, গীতাঞ্জলি কুলকার্নি, বৈভব রাজগুপ্ত এবং হর্ষ মায়ার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সম্প্রতি পঞ্চম সিজনে বৈভবের স্থলাভিষিক্ত নিয়ে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন সিরিজে তাঁর ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করা হর্ষ মায়ার। তিনি বলেছেন, “আমি এ বিষয়ে কিছুই বলতে পারছি না। কিন্তু সবাই জানে যে সে চলে গেছে। এটা খুবই দুঃখজনক। আমি জানি না কেন এটা ঘটেছে। গুল্লক দেখেছেন এমন ভক্তদের জন্য এটা খুবই হৃদয়বিদারক হবে।”

খবর অনুযায়ী, নির্মাতাদের সঙ্গে সৃজনশীল মতবিরোধের কারণে বৈভব শোটি ছেড়ে দিয়েছেন। যদিও বৈভব এখনও তাঁর এমন সিদ্ধান্তের বিষয়ে কোনও মন্তব্য করেননি। এখন জানা যাচ্ছে যে তাঁর জায়গায় অজয়: দ্য আনটোল্ড স্টোরি খ্যাত অনন্ত ভি জোশীকে নেওয়ার পরিকল্পনা চলছে। হর্ষ আরও বলেছেন, গুল্লক বৈভবকে ঘরে ঘরে পরিচিতি এনে দিয়েছিল। প্রথম সিজনে, ছোট চরিত্রের কারণে তাঁকে প্রত্যাখ্যান করলেও পরবর্তী সিজনগুলিতে দর্শকরা তাঁকে গ্রহণ করেছিল। ‘গুল্লক সিজন ৫’ ২০২৬ সালে ওটিটি-তে মুক্তি পাবে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৬০ কোটি প্রতারণার মামলায় মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে আয়কর হানা

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, কত টাকা দাবি গায়কের?

হায়দরাবাদে গানের অনুষ্ঠানে অভিনেত্রী নিধিকে চরম হেনস্থা, আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের

নীতীশের হিজাব টেনে খোলার ঘটনায় গর্জে উঠলেন জাভেদ আখতার, কী বললেন?

লিফটে মর্মান্তিক দুর্ঘটনা, ৫ বছরের ছেলেকে হারালেন KGF-এর সহ-পরিচালক

TRP-তে ‘লক্ষ্মী ঝাঁপি’-র জয়জয়কার, ‘পরুশুরাম’-এর মুখে ছ্যাঁকা দিয়ে ফের শীর্ষে ‘পরিণীতা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ