27ºc, Haze
Friday, 24th March, 2023 9:55 pm
নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিস জুড়ে পাঠান ঝড়। শুধু দেশেই নয়, বিদেশেও পাঠানের রীতিমতো সুনামি চলছে। ২৫ জানুয়ারি মুক্তির পর থেকেই হলে হলে ভিড়, উত্তেজনা চরমে। চারবছর পর বাদশার প্রত্যাবর্তনই যেন মুখ্য আকর্ষণ। যাই হোক, মাত্র ৫ দিনেই ৫৪২ কোটি অতিক্রম করে ইতিহাস গড়েছে পাঠান। দেশজুড়ে ইতিমধ্যেই ৩০০ কোটি আয় করে ফেলেছে পাঠান। অন্যদিকে তামিল, তেলেগু ভাষায় পাঠানের আয় প্রায় ১৫ কোটির মতো। অর্থাৎ চারিদিক দিয়ে ব্যবসা হচ্ছে পাঠানের। গোটা বিশ্বজুড়ে প্রায় ৮৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান। তবে হ্যাঁ, অন্যান্য তারকাদের মতো ছবির প্রচারে যাননি শাহরুখ-দীপিকারা। সোমবার ছিল প্রথম পাঠানের প্রেসমিট। সেখানেই ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর বাদশাহি মেজাজে দিয়েছেন শাহরুখ খান।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে মাত্র ছয় দিনে পাঠান রোজগার করেছে, ২৯৬.৪৫ কোটি। পাঠান সোমবার আয় করেছে, ২৫.৫০ কোটি টাকা। এই পর্যন্ত পাওয়া খবরে, পাঠান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির আগের সব রেকর্ড করা একেবারে ভেঙে দিয়েছে। অন্যদিকে ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ ২’-এর দশদিনের আয় ছিল ৩০০ কোটি। আর পাঠানের আয় ৬ দিনেই ৩০০ কোটি ছুঁয়েছে। গত এক সপ্তাহে পাঠান আয় করেছে যথাক্রমে বুধবার ৫৫ কোটি, বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫২ কোটি, রবিবার ৫৯ কোটি, সোমবার ২৬ কোটি৷ মোট ২৯৬.৫০ কোটি৷ পাঠানের তামিল এবং তেলেগু ডাবগুলি এখনও পর্যন্ত ১০.৭৫ কোটি টাকা উপার্জন করেছে।
তরণ আদর্শ আগের দ্রুততম ৩০০ কোটির তালিকায় রয়েছে, পাঠান, বাহুবলী: দ্য কনক্লুশন এবং কেজিএফ: চ্যাপ্টার ২ এর পরে রয়েছে দঙ্গল, সঞ্জু, টাইগার জিন্দা হ্যায়, পিকে, ওয়ার, বজরঙ্গি ভাইজান এবং সুলতান। এদিকে গতকাল পর্যন্ত ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল ৫৪২ কোটির বেশি। ষষ্ঠ দিনে বিশ্বব্যাপী পাঠানের আয় হয়েছে, প্রায় ৬০০ কোটি ছুঁই ছুঁই। পাঠান ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিয়েছে। এটিই একমাত্র হিন্দি চলচ্চিত্র যা একদিনে প্রায় ৭০ কোটির কাছাকাছি আয় করেছে। পাঠানে RAW এজেন্টের নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। যিনি জন আব্রাহাম অভিনীত দুর্বৃত্ত এজেন্ট জিমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মিশনে দীপিকা পাড়ুকোনের চরিত্রের সঙ্গে দলবদ্ধ হয়েছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে।