এই মুহূর্তে




ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিদ্বন্দ্বী, কিন্তু জটিল রোগ কেরিয়ার ধ্বংস করে ‘কাঁটা লাগা’ গার্লের




নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই বলিউডের মুখ ভার! আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শেফালি জারিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। একই রকম ভাবে ২০২১ সালে ঘুমের মধ্যেই মারা গিয়েছিলেন আরও এক তরুণ অভিনেতা সিদ্ধান্ত শুক্লা। যাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। মৃত্যুর তিনদিন আগে সিদ্ধার্থ শুক্লার মৃত্যু বার্ষিকীতে তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানান শেফালি জারিওয়ালা। আর তার পরেই অভিনেত্রীর মৃত্যু হল। জানা যায়, গতকাল রাতে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্যে মুম্বইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর আসল কারণ জানা যাবে না বলে জানিয়েছেন পুলিশ। এদিকে পুলিশ শেফালির মৃত্যুতে স্বামী-সহ চারজনের বয়ান রেকর্ড করেছেন। পুলিশ বিষয়টিকে সন্দেহভাজন বলে দাবি করছেন।

যাই হোক, অভিনেত্রী আচমকাই মৃত্যুতে তাঁর সহকর্মীদের হৃদয় ভেঙে পড়েছে। উল্লেখ্য, ২০০২ সালে রিমিক্সের যুগে অভিনেত্রী কাঁটা লাগা গানে অভিনয় করে রাতারাতি খ্যাতিমান হয়ে উঠেছিলেন। তুঙ্গে পৌঁছয় তাঁর জনপ্রি। তখন শেফালির বয়স ছিল মাত্র ১৯ বছর। ‘কাঁটা লাগা’র সাফল্য তাঁকে রাতারাতি বিগ স্টারে পরিণত করেছিল। মজার বিষয় হল, ২০০৩ সালে একটি রেডিও জরিপে তাঁকে বছরের সবথেকে ‘ব্রেকআউট তারকা’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত এবং শহীদ কাপুরের মতো তারকারাও ছিলেন, যারা সকলেই সেই বছর তাঁদের চলচ্চিত্র কেরিয়ার শুরু করেছিলেন। স্পষ্টতই, গানটি শেফালিকে বলিউডের অনেক তারকাদের মতো জনপ্রিয় করে তুলেছিল। এরপর তিনি মুজসে শাদি করোগিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন। যেখানে তিনি অক্ষয় কুমার, সলমান খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। কিন্তু এরপর থেকেই শেফালির কেরিয়ারে নিস্তব্ধতা নেমে আসে। কেননা এরপর তিনি আর হিন্দি ছবিতে কাজ করেননি, এবং তাঁর কাছে কোনও সুযোগ ও আসেনি। তবে ২০১১ সালে ‘হুদুগারু’ নামে একটি কন্নড় ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। এরপর ‘নাচ বালিয়ে’ এবং ‘বুগি উগি’র মতো রিয়েলিটি শোতে তিনি অংশ নিয়েছিলেন। এছাড়াও তিনী ২০১৮ সালের ওয়েব সিরিজ ‘বেবি কাম না’ এবং ২০২৪ সালের টিভি শো ‘শৈতানি রাসমেই’-নামক মাত্র দুটি ছোটপর্দার শোতে অংশ নিয়েছিলেন। জানা যায়, অভিনেত্রী দীর্ঘদিন ধরে মৃগীরোগের সঙ্গে লড়াই করছেন।

২০২০ সালে একটি সাক্ষাৎকারে শেফালি নিজেই তা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, “আমি ‘কাঁটা লাগা’ সিনেমাটি করার পর, লোকেরা আমাকে জিজ্ঞাসা করেছিল কেন আমি আর কাজ করিনি। আসলে মৃগীরোগের কারণেই আমি খুব বেশি কাজ করতে পারিনি। আমি জানতাম না যে আমার পরবর্তী কাজ কখন হবে। ১৫ বছর ধরে আমি এই রোগের সঙ্গে লড়াই করছি। কিশোর বয়সে আমার প্রথম এই রোগ ধরা পড়েছিল এবং পরবর্তী দেড় দশক ধরে আমি এর সঙ্গে লড়াই করেছি। আমার মনে আছে সেই সময়, পড়াশোনায় ভালো করার জন্য আমার উপর প্রচণ্ড চাপ ছিল। মানসিক চাপ এবং উদ্বেগের কারণে খিঁচুনি ধরত। ক্লাসরুমে, মঞ্চের পিছনে, রাস্তায় চলাফেরা করার সময় এবং এমন কোথাও আমার খিঁচুনি হয়েছে যা আমার আত্মসম্মানকে হ্রাস করেছিল।” শুক্রবার রাতে, শেফালি তাঁর আন্ধেরির বাড়িতে অস্বস্তি বোধ করেন, যার পরে তার স্বামী পরাগ ত্যাগী তাঁকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে, হাসপাতালে পৌঁছনোর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে মুম্বই পুলিশ তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও, শেফালির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। কিছু সূত্রের মতে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে তার পরিবার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

লক্ষাধিক টাকা জরিমানা ও ৬ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা, হঠাৎ কী হল ‘হ্যারি পটার’ অভিনেত্রীর?

‘GenZ আমার গান ভুলেই গেছে, অপরাধী আঙ্কেল বলে ডাকে’, হারানো জনপ্রিয়তা নিয়ে আক্ষেপ শানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ