এই মুহূর্তে




১৯ বছর পর শাহরুখের সঙ্গে জুটিতে রানি, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?




নিজস্ব প্রতিনিধিঃ ভক্তদের জন্যে দুর্দান্ত খবর! ১৯ বছর পর শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রানি মুখোপাধ্যায়। ফিরছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ জুটি। তবে কোন ছবিতে দেখা যাবে তাঁদের? শুধু কাজল নয়, শাহরুখের সঙ্গে রানিও ছিল সুপারহিট জুটি। তাঁরা একসঙ্গে প্রায় ৫০ টির মতো ছবি করেছেন। ‘কভি আলভিদা না কেহনা’, ‘চলতে চলতে’, ‘কভি খুশি কভি গাম’, ‘বীর জারা’, ‘জিরো’, ‘পহেলি’-সহ একগুচ্ছ হিট চলচ্চিত্র রয়েছে রানি-শাহরুখের হিট তালিকায়। এছাড়াও শাহরুখের একাধিক ছবিতে তিনি ক্যামিও করেছিলেন। নব্বইয়ের দশকে নায়িকা কাজলের পরে শাহরুখের সঙ্গে একমাত্র মানাত রানিকেই। তাঁদের রসায়ন একেবারে সুপারহিট রুপালি পর্দায়। ক্যামেরার বাইরেও শাহরুখ-রানির মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তাঁদের জুটিকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা গেলেই ভক্তদের আবদার ওঠে আবারও রূপালী পর্দায় দেখার। অবশেষে ভক্তদের সেই আবদার পূরণ করতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালে তিন-তিনটে বাম্পার হিট ছবি উপহার দেওয়ার পরে এখনও পর্যন্ত নতুন ছবির ঘোষণা দেন নি শাহরুখ। তবে শিরোনামে আছে, শাহরুখকে আগামীতে ‘কিং’-এ দেখা যাবে। যেখানে তিনি মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। প্রথমে ছবিটি নির্মাণের কথা ছিল বাঙালি পরিচালকে র, কিন্তু পরে সিদ্ধার্থ আনন্দের উপর দায়িত্ব দেওয়া হয়। যিনি শাহরুখের ‘পাঠান’ ছবির পরিচালক ছিলেন।

যাই হোক, খবরে আছে, শাহরুখ খানের কিং-এ সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং আরশাদ ওয়ার্সি অভিনয় করবেন। এখন শোনা যাচ্ছে, তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন রানি মুখোপাধ্যায়। একটি প্রতিবেদন অনুসারে, রানিকে এই সিনেমায় একটি দীর্ঘ ক্যামিও চরিত্রে দেখা যাবে এবং তিনি সুহানার মায়ের ভূমিকায় অভিনয় করবেন। আরও জানা গিয়েছে যে, রানি মাত্র পাঁচ দিনের শুটিং করবেন, তবে তার ট্র্যাকটি হবে সিনেমার গুরুত্বপূর্ণ অংশ। তবে কিং-এর জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না রানি। কিন্তু স্ক্রিপ্ট পড়ে রাজি হয়ে যান রানি। সুতরাং শাহরুখ-রানির ভক্তদের জন্যে এটি দারুণ একটি সুখবর। ১৯ বছর পর তাঁর একসঙ্গে অভিনয় করতে চলেছেন। কিং ছাড়াও, রানিকে পরবর্তীতে ‘মর্দানি ৩’-তে দেখা যাবে। ‘কিং’-এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে ‘মর্দানি ৩’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২৭শে ফেব্রুয়ারী, ২০২৬।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

মুম্বইতে ৬.৭৫ কোটি টাকায় ৩টি ফ্ল্যাট বেচলেন রাকেশ-হৃতিক, পকেটে টান পড়ল নাকি?

এয়ার ইন্ডিয়ার উপর আস্থা নেই! ফ্লাইট বাতিল করে টাকা ফেরত চাইলেন মীরা চোপড়া

হানিমুনে বন্ধুর কাছে স্ত্রীকে বিক্রির চেষ্টা, সঞ্জয়কে বিয়ের পর নরক হয়ে উঠেছিল করিশ্মার জীবন….

‘সময় ঘনিয়ে আসছে’, মৃত্যুর তিনদিন আগে সমাজমাধ্যমে পোস্ট করিশ্মার প্রাক্তন স্বামীর

পোলো খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন করিশ্মার প্রাক্তন স্বামী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ