এই মুহূর্তে




‘আমি ওঁর সংসার ভাঙিনি, সন্তানদের সঙ্গেও বিরোধ নেই’, কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন কুণিকা

নিজস্ব প্রতিনিধি: নব্বইয়ের দশকের বলিউডের প্রথম সারির গায়কদের মধ্যে অন্যতম ছিলেন কুমার শানু। সেই সময়ে বেশিরভাগ নায়কদের লিপে কুমার শানুর গান ছাড়া অন্য কাউকে ভাবতেই পারতেন না দর্শকরা। এমনকী কুমার শানুর কেরিয়ারে এক দিনে ২৮ টি গান রেকর্ডের মাইলফলক রয়েছে। তবে পেশাগত জীবনে তিনি যতটা সফল ছিলেন, ব্যক্তিগত জীবনে ততটাই অসফল। ব্যক্তিগত জীবন তিনি দুবার বিবাহ করেন। এছাড়া বহু প্রেমিকাও ছিল তাঁর। যাদের মধ্যে একজন অভিনেত্রী কুণিকা সদানন্দ। সম্প্রতি তিনি যখন বিগ বসে ছিলেন, তখন কুমার শানুর ছেলে জান কুমার শানু অভিনেত্রী সম্পর্কে একটি কুমন্তব্য করেছিলেন।

পাশাপাশি জানের মা রীতা তথা কুমার শানুর প্রথম স্ত্রীও কুণিকাকে নিয়ে ভুলভাল তথ্য প্রকাশ করেন। জান দাবি করেছিলেন যে, কুমার শানুর সঙ্গে তাঁর মায়ের বিচ্ছেদ হওয়ার কারণ কুণিকা। তিনিই তাদের সংসার ভেঙেছেন। অবশেষে বিগ বস থেকে বেরিয়ে যাওয়ার পর জানের করা এই নোংরা মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন কুণিকা। এবং জানের ঘৃণার জবাব ভালবাসায় দিলেন কুণিকা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কুণিকা বললেন, ‘কুমার শানুর কোনও সন্তানের প্রতি আমার কোনও বিদ্বেষ নেই। তাঁরা তাঁর প্রথম স্ত্রীর সন্তান হোক বা বর্তমান স্ত্রীর সন্তান হোক। প্রথমেই বলে রাখা ভাল, আমি কারোর ঘর ভাঙি নি। তাদের বাবা তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। তাদের দাম্পত্য জীবন ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি চাই আমার কারণে যে ক্ষত হয়েছে, তা সেরে উঠুক। তাঁর প্রতি আমার সবসময় ভালোবাসা থাকবে। জান যখন বিগ বসে এসেছিল, তখন আমি তাঁর ২-৩ টি পর্ব দেখেছিলাম। তখন আমি একটু হতাশ হয়ে গিয়েছিলাম। কারণ তাঁর বাবা সবসময় তাঁকে সমর্থন করতেন।তবুও জান তার সম্পর্কে খারাপ কথা বলতেন। আমি তাঁর বাবার সঙ্গে কথা বলেছিলাম। সেও বিরক্ত ছিল। আমি তখন কুমার শানুকে বুঝিয়ে বলেছিলাম যে, ঠিক আছে। কোথাও না কোথাও আমরা তিনজন, কুমার শানু, আমি এবং রীতা বাচ্চাদের কষ্ট দিয়েছিলাম। সবকিছু মেনে নাও।’

প্রসঙ্গত, প্রথম বিয়ে ভাঙার পর কুমার শানু কুণিকার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন এবং তাঁরা প্রায় ২৭ বছর এটি দুনিয়া থেকে গোপন রেখেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাবার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতি মান্ধনার বাগদত্তা পলাশ মুচ্ছল

প্রয়াত কিংবদন্তি কোরিয়ান অভিনেতা লি সুন জে

‘এভাবে টানবেন না’, মাদক মামলায় জেরা দিতে এসে ANC অফিসারের উপর ক্ষুব্ধ ওরি

‘ডিভোর্সের মামলা আগে পিটার করেছেন’, আদালতে বিস্ফোরক দাবি স্বামীর হাতে নির্যাতিত সেলিনার

বিয়ে বাতিল ও প্রতারণা কাণ্ডের জের! বিশ্বজয়ী দলের সঙ্গে KBC-তে আসছেন না স্মৃতি মান্ধানা

মুম্বই ক্রাইম দফতরে ২৫২ কোটি টাকার মাদক মামলায় শ্রদ্ধা কাপুরের দাদাকে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ