এই মুহূর্তে




ধর্ষণ মামলায় এজাজ খানের আগাম জামিনের আবেদন খারিজ




নিজস্ব প্রতিনিধি: ধর্ষণ মামলায় অভিযুক্ত অভিনেতা এজাজ খানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বইয়ের দিনদোশি দায়রা আদালত। গতকাল এই রায় দিয়েছে বিচারক দত্ত ধোবাল। পাশাপাশি তিনি জানিয়েছেন, এজাজ খানের এক্ষুনি মুক্তি নেই। এই মামলার তদন্তের জন্যে তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হবে। এবং জিজ্ঞাসাবাদ বহাল থাকবে।

এজাজ খানের দ্বারা যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগী অভিনেত্রী FIR-এ অভিযোগে লিখেছেন যে, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এজাজ খান তাঁর সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। আর তিনি অনেকবার বাধা দিতে চেয়েছিলেন। কিন্তু এজাজ খান জোরপূর্বক তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। যা ধর্ষণের সমান। এই বিষয়ে আদালতের প্রসিকিউটর জানিয়েছেন, এজাজ খান একজন রিয়েলিটি শো হোস্ট এবং একজন সেলিব্রিটি হওয়ার সুযোগ নিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করেছিলেন।এরপর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকার ধর্ষণে করেন। তাই এজাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ধর্ষণ এবং প্রতারণামূলক সম্পর্কের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।

তবে এক্ষেত্রে এজাজ খানের আইনজীবী দাবি করেছেন যে, দুজনেই প্রাপ্তবয়স্ক ছিলেন। তাদের সম্পর্ক সম্মতিতেই হয়েছিল। তিনি আদালতে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অডিও রেকর্ডিংও দেখিয়েছিলেন যেখানে ভুক্তভোগী মামলা প্রত্যাহারের জন্য টাকা দাবি করেছিলেন। সুতরাং এজাজ খান জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেনি ভুক্তভোগীর সঙ্গে। তবে, প্রসিকিউশন বলেছে যে, মোবাইল ফোন উদ্ধার, চ্যাটের যাচাই-বাছাই এবং মেডিকেল পরীক্ষার জন্যে এজাজ খানকে হেফাজতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এছাড়াও, এজাজের পূর্বের অপরাধমূলক রেকর্ড রয়েছে। অতএব, এজাজ খানের আগাম জামিনের আবেদন খারিজ করেছে আদালত।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

মুম্বইতে ৬.৭৫ কোটি টাকায় ৩টি ফ্ল্যাট বেচলেন রাকেশ-হৃতিক, পকেটে টান পড়ল নাকি?

এয়ার ইন্ডিয়ার উপর আস্থা নেই! ফ্লাইট বাতিল করে টাকা ফেরত চাইলেন মীরা চোপড়া

হানিমুনে বন্ধুর কাছে স্ত্রীকে বিক্রির চেষ্টা, সঞ্জয়কে বিয়ের পর নরক হয়ে উঠেছিল করিশ্মার জীবন….

‘সময় ঘনিয়ে আসছে’, মৃত্যুর তিনদিন আগে সমাজমাধ্যমে পোস্ট করিশ্মার প্রাক্তন স্বামীর

পোলো খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন করিশ্মার প্রাক্তন স্বামী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ