এই মুহূর্তে




লাল ওড়নায় মুড়িয়ে শেফালিকে শ্মশানে নিয়ে গেলেন পরাগ, হাপুস নয়ণে কেঁদেই চলেছেন মা




নিজস্ব প্রতিনিধি: পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জারিওয়ালার। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তাঁর কাটাছেড়া দেহ। লাল ওড়নায় মুড়িয়ে তাঁর শেষকৃত্যে সম্পন্ন হবে। অভিনেত্রীর দেহ শেষকৃত্যের জন্যে সাজিয়েছেন তাঁর স্বামী পরাগ ত্যাগী। যাঁকে খুবই ভারাক্রান্ত দেখাচ্ছে। একমাত্র মেয়েকে হারিয়ে কেঁদেই চলেছেন মা। সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত হয়েছেন অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে। সত্যই মৃত্যু আকস্মিক! জীবন দিয়ে বোঝালেন অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার গভীর রাতে হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা যান ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে রাতারাতি স্টার হয়ে উঠেছিলেন শেফালি, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। তবে সকাল থেকেই অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। শেফালির আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ভেঙে পড়েছে, চোখ ভেজা অভিনেত্রীর স্বামী এবং মায়ের। অভিনেত্রীর মৃত্যুতে সিনেমা জগতের তারকারাও নির্বাক হয়ে গিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by FILMYGYAN VIDEOS (@filmygyanvideos)

খবর অনুযায়ী, গতকাল শেফালির আচমকাই বুকের ব্যাথা অনুভব করেন। এরপর তাঁর স্বামী ও অভিনেতা পরাগ ত্যাগী তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই শেফালি মারা যান। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তথ্য অনুযায়ী, গত রাত আনুমানিক ১২:৩০ মিনিটে শেফালির মৃতদেহ পোস্টমর্টেমের জন্য আন্ধেরির কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্পন্ন হয়েছে তাঁর ময়নাতদন্ত। কিন্তু এখনও রিপোর্ট জানা যায়নি। আজ সন্ধ্যায় অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। ইতি মধ্যেই ময়নাতদন্তের পর শেফালি জারিওয়ালার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। অভিনেত্রীর শেষকৃত্য ওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হবে। একই শ্মশান বিগ বস ১৩ বিজয়ী সিদ্ধার্থ শুক্লারও শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তথ্য অনুযায়ী, অভিনেত্রীর দেহ রাজ্য সরকারের চিকিৎসকেরা পোস্টমর্টেম করেছেন। চিকিৎসকরা আপাতত তাদের মতামত সংরক্ষিত রেখেছেন। তবে শেফালি জারিওয়ালার শেষকৃত্য সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আজ সকালে কুপার হাসপাতালে শেফালি জারিওয়ালার স্বামী পরাগ ত্যাগী হাসপাতালে পৌঁছনো মাত্রই পাপারাজ্জিদের হাত জোড় করে ছবি তুলতে না করেন। তাঁকে খুবই বেদনাদায়ক দেখাচ্ছিল। শেফালির মৃত্যু সম্পর্কে পুলিশ জানিয়েছেন, শেফালির মৃতদেহ আন্ধেরির তার বাড়িতে পাওয়া গিয়েছে। শনিবার রাত ১টায় পুলিশ অভিনেত্রীর মৃত্যুর খবর পেয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেফালি জারিওয়ালার ময়নাতদন্ত শুরু হয়েছে সকাল ১১টায়। শেফালি জারিওয়ালার মৃত্যুর পর, তার ঘনিষ্ঠ বন্ধু বিকাশ গুপ্ত অভিনেত্রীর পরিবারের সঙ্গে করেছেন। তবে শেফালির মৃত্যু নিয়ে অভিনেত্রীর স্বামীসহ ৪ জনের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। শেফালি জারিওয়ালার মৃত্যুর পর, অভিনেত্রীর মাও তার মেয়েকে শেষবারের মতো দেখার জন্য কাঁদতে কাঁদতে হাসপাতালে পৌঁছেন।

শেফালি জারিওয়ালার জন্ম ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাতের আহমেদাবাদে। তার বাবার নাম সতীশ জারিওয়ালা এবং মাতার নাম সুনিতা জারিওয়ালা। শেফালি ২০১৪ সালে পরাগ ত্যাগীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুজনকেই সবসময় একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যেত। কিন্তু দুর্ভাগ্যবশত এই জুটি এখন ভেঙে গেল। শেফালির কেরিয়ার সম্পর্কে বলতে গেলে, ২০০২ সালে প্রকাশিত আইকনিক মিউজিক ভিডিও গান ‘কাঁটা লাগা গার্ল’ তাঁকে রাতারাতি তারকা করে তোলে। এখনও পর্যন্ত তিনি এই নামেই পরিচিত ছিলেন। এটি ছিল তার কেরিয়ারের সবচেয়ে বড় হিট গান। শেফালিকে বিগ বস ১৩-তেও দেখা গিয়েছিল। তিনি তার দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে সকলের মন জয় করেছিলেন। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে সকলেই হতবাক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

লক্ষাধিক টাকা জরিমানা ও ৬ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা, হঠাৎ কী হল ‘হ্যারি পটার’ অভিনেত্রীর?

‘GenZ আমার গান ভুলেই গেছে, অপরাধী আঙ্কেল বলে ডাকে’, হারানো জনপ্রিয়তা নিয়ে আক্ষেপ শানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ