এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চিকিৎসায় সাড়া দিচ্ছেন রাজু, জানালেন শেখর সুমন

Raju Srivastava Health Update: নিজস্ব প্রতিনিধি: কমেডিয়ান অভিনেতা রাজু শ্রীবাস্তব আপতত সঙ্কট মুক্ত অবস্থায় আছেন। কোমা থেকে ফিরছেন তিনি, তাঁর আঙুল নড়ছে। চিকিৎসার সাড়া দিচ্ছেন বলে জানালেন, রাজু শ্রীবাস্তবের ঘনিষ্ঠ বন্ধু তথা আরেক কৌতুক অভিনেতা শেখর সুমন। যিনি রাজু শ্রীবাস্তবের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। বছরের পর বছর ধরে রাজুর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বহাল রয়েছে শেখরের। সম্প্রতি তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে রাজুর শারীরিক আপডেট দিয়েছেন। শেখর সুমন তাঁর টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন যে, রাজু শ্রীবাস্তব ভক্তদের কিছুটা স্বস্তির খবর জানতে পেরে শান্তি লাগছে। রাজুর শরীরের সামান্য উন্নতি দেখা যাচ্ছে। তাঁর আঙ্গুল ও কাঁধ নড়াচড়া করছে।

শেখর তার টুইটার অ্যাকাউন্টে গিয়ে লিখেছেন, “সুখবর ..রাজু তাঁর আঙ্গুল এবং কাঁধ নাড়িয়েছেন, যা চিকিৎসকদের মতে ইতিবাচক। আপনাদের সবার প্রার্থনা কাজ করছে। প্রার্থনা করতে থাকুন।” এছাড়াও রাজু শ্রীবাস্তবের পরিবার গতরাতে (12 আগস্ট) একটি বিবৃতি জারি করে, রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্য সম্পর্কিত কোনও ভুয়ো খবর এবং গুজব বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। এমনকি রাজুর পরিবার থেকে তাঁর স্বাস্থ্যের বিষয়ে জানিয়েছেন, রাজুর অবস্থা এখন স্থিতিশীল। রাজুর শারীরিক আপডেট ইতিমধ্যেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে আদিত্যনাথ যোগী সবার কাছেই পৌঁছেছে। সবাই রাজুর পরিবারের পাশে থাকার কথা বলেছেন। দিন তিনেক আগেই অর্থাৎ ১০ অগস্ট নিউ দিল্লির এক জিমখানাতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। এই মুহূর্তে তিনি নিউ দিল্লির AIIMS হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল জানা গিয়েছিল, তাঁর অবস্থা খুব একটা ঠিক নেই, তিনি আপাততঃ ভেন্টিলেশনে রয়েছেন। সূত্রের খবর, ৫৮ বছর বয়সী জনপ্রিয় কমেডিয়ানের চিকিৎসা করছেন AIIMS-এর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ নীতীশ নায়েক। তাঁর চিকিৎসার জন্যে ১১ জন ডাক্তারের একটি কমিটিও গঠন করা হয়েছে। গত বুধবার জিমে শরীরচর্চা করতে গিয়ে আচমকাই বুকে ব্যথা শুরু হয় তাঁর, তড়িঘড়ি তাঁকে দিল্লির এমসে নিয়ে যাওয়া হয়। কৌতুক অভিনেতার চাচাতো ভাই অশোক শ্রীবাস্তব প্রকাশ করেছেন যে, অবিলম্বে তাঁকে হাসপাতালে নিয়ে যেতেই এনজিওপ্লাস্টিও করানো হয়, এরপরেই রাজুর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে শুরু করলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এখনও সন্তোষজনক অবস্থায় রয়েছেন তিনি। রাজুর মস্তিষ্কও নাকি কাজ করছে না।

এদিকে গতকাল রাজুর মেয়ে অন্তরা শ্রীবাস্তব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কাজের জন্য বাবাকে দিল্লি-সহ দেশের নানা শহরে যেতে হয়। কিন্তু তার মধ্যেও রোজ জিমে গিয়ে শরীরচর্চা করতেন তিনি। একটি দিনও বাদ দেন না। উনি একদমই সুস্থ ছিলেন। হৃদযন্ত্রে কোনও সমস্যা ছিল না। বাবার অবস্থার উন্নতি বা অবনতি কোনওটাই ঘটেনি। চিকিৎসকরা তাঁদের সবটা দিয়ে চেষ্টা করছেন। আমরা সবাই বাবার জন্য প্রার্থনা করছি। আশা করছি, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। মা আইসিইউতে রয়েছেন বাবার সঙ্গে।’ সূত্রের খবর, কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে দেখা করতেই রাজধানীতে গিয়েছিলেন অভিনেতা। রাজু শ্রীবাস্তব ১৯৮০ র দশকে বিনোদন শিল্পে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে’ দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ শো থেকেই তিনি প্রচুর খ্যাতি অর্জন করেন।এছাড়াও তিনি ম্যায়নে পেয়ার কিয়া, মে প্রেম কি এর মতো বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্রে অংশ নিয়েছিলেন। এছাড়াও দিওয়ানি হুন, বাজিগর, বোম্বে টু গোয়াসহ আরও অনেক ছবিতে তিনি কাজ করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মনোকিনি পরে সমুদ্রতটে ময়লা কুড়োচ্ছেন মিমি, কেসটা কী?

‘আমি দেশবাসীর জন্যে গাই’, পদ্মভূষণ পেয়ে আনন্দে আপ্লুত ঊষা উত্থুপ

জানেন কী, ৭ মাস ধরে ৭০০ কারিগরের সান্নিধ্যে তৈরি হয় ‘হীরামাণ্ডি’র সেট?

‘জয় শ্রীরাম’র কী মহিমা, যুবককে জড়িয়ে ধরলেন দেব

আমির, রণবীরের পর এবার কংগ্রেসের প্রচারে আল্লু, ভিডিও ঘিরে তোলপাড় নেটমহল

কেটে গেছে ১৫ বছর! বাংলাদেশে হারানো ২ বন্ধুর মিলন ভারতে, আসছে ‘পাশবালিশ’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর