এই মুহূর্তে




একবার রেস্তোরাঁ ব্যবসার সুযোগ পেয়েও ‘না’ বলেছিলেন শাহিদ-পত্নী, কিন্তু কেন?




নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম পাওয়ারফুল দম্পতি অভিনেতা শহিদ কাপুর এবং মীরা রাজপুত। বর্তমানে তাঁরা দুই সন্তানের বাবা-মা। যাই হোক, শাহিদ-মীরা প্রায়শই তাঁদের দৃঢ় রসায়নের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার লাইমলাইট দখল করেন। স্বামী এত বড়মাপের অভিনেতা হলেও অভিনয় জগতে এখনও নাম লেখাননি মীরা রাজপুত। কিন্তু তাঁর ‘আক্কিনেড বিউটি’ নামক একটি বিউটি কেয়ার ব্র্যান্ড রয়েছে। পাশাপাশি তিনি একটি সুস্থতা কেন্দ্রও পরিচালনা করেন। সুতরাং শাহিদের স্ত্রী হওয়ার পাশাপাশি মীরা একজন সফল ব্যবসায়ী।

সম্প্রতি মীরা প্রকাশ করেছেন যে, তিনি একটি বিলাসবহুল রেস্তোরাঁয় অর্থ বিনিয়োগের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ সেখানে আমিষ খাবার রান্না করা হয়, তা তাঁর নীতির বিরুদ্ধে। ফোর্বস ইন্ডিয়ার অনুষ্ঠানে মীরা বলেছেন যে, ‘আমি একজন নিরামিষভোজী। আমি কী খাই, সেই সম্পর্কেও সতর্ক থাকি। আমি ডিম খাই না, মদ পান করি না, আমি এ ভাবেই জীবন কাটাচ্ছি। আর এটি আমার কাছে খুবই পছন্দের। একবার একজন আমাকে একটি রেস্তোরাঁয় বিনিয়োগ করতে বলেছিল। কিন্তু আমি তাঁর প্রস্তাব খুবই বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলাম। আমি তাঁকে বলেছিলাম যে, এটি আমার নীতির সঙ্গে মেলে না। তবে এর জন্যে আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলাম।’

আপনাদের জানিয়ে রাখি, মীরা এবং শাহিদ দুজনেই নিরামিষভোজী। চলচ্চিত্রে প্রবেশের আগে থেকেই শাহিদ আমিষ খাবার ত্যাগ করেছেন। শাহিদ নিজেই একবার একটি সাক্ষাৎকারে নিরামিষ যাত্রার কথা বলেছিলেন। ২০১৫ সালে শাহিদ ও মীরার বিবাহ হয়। তাঁদের বয়সের মধ্যে ১৫ বছরে ব্যবধান রয়েছে।কিন্তু তা সত্ত্বেও তাঁদের রসায়ন ভক্তদের মুগ্ধ করে। তাঁদের ছেলে-মেয়ের নাম মিশা এবং জৈন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিলল ছাড়পত্র, ২০ জুন কি মুক্তি পাচ্ছে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’?

গোবিন্দার পদবী সরিয়ে ফেললেন সুনিতা, তবে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন দম্পতি?

শিরোনামে পূজা ও কুণাল, উঠল প্রযোজককে অপহরণ করে ৬৪ লক্ষ টাকা আদায়ের অভিযোগ

রাজ কাপুরের ‘ববি’-তে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বলি অভিনেত্রী

বিয়ের খবর সংবাদপত্রে ফাঁস হওয়ায় ভয়ে কেঁদে ফেলেছিলেন বলি অভিনেতার স্ত্রী

‘গোবিন্দার স্ত্রী হয়ে আমি বাথরুম পরিষ্কার করতে পারব না’, কেন এ কথা বললেন সুনীতা?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ