এই মুহূর্তে




৪২ বছরেই তারার দেশে পাড়ি ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালার, শোকাচ্ছন্ন বলিউড




নিজস্ব প্রতিনিধি: মৃত্যু যেন সত্যিই আকস্মিক! শনিবার (২৮ জুন) সকাল থেকেই বলিউডের মুখ ভার। মাত্র ৪২ বছরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী শেফালি জরিওয়ালা। যিনি ‘কাঁটা লাগা’ গানটির আধুনিক ভার্সনে নেচে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন। পাশাপাশি একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। সেই সময় অভিনেত্রীর স্টাইল, সেক্সি ফিগার, সৌন্দর্য সব টাই পুরুষ হৃদয়ে রীতিমতো ঝড় তুলেছিল। পাশাপাশি বিগবস ১৩ তম সিজনেও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, গতকাল রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে অভিনেত্রীর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর, রাত ১২:৩০ টার দিকে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে কুপার হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার (এএমও) জানিয়েছেন, মৃতদেহটি অন্য হাসপাতাল থেকে আনা হয়েছিল।

তবে ময়নাতদন্তের রিপোর্টের পরেই অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে, তদন্তের জন্য গভীর রাতে মুম্বই পুলিশ শেফালির আন্ধেরির বাড়িতে পৌঁছয়। পাশাপাশি ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছন। অভিনেত্রীর বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়েছেন তাঁরা। যদিও তার মৃত্যু সম্পর্কে তাঁর পরিবার এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে পুলিশ এবং ফরেনসিক দল বিষয়টিকে সন্দেহর নজরে দেখছেন।এদিকে অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ভাইরাল হচ্ছে। যেখানে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুল্কার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন শেফালি। কয়েক বছর আগে বিগবস বিজেতা সিদ্ধার্থ শুক্লাও একই ভাবে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিগবসের একই মরসুমে সিদ্ধার্থ ও শেফালি অংশ নিয়েছিলেন। এবং তাঁরা ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। দুজনের মৃত্যুর একই সঙ্গে হল। মৃত্যুর পর, অভিনেত্রীর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ভাইরাল হচ্ছে। যেটি গত মাত্র তিন দিন আগে তিনি পোস্ট করেছিলেন।

ছবিতে, তিনি একটি রূপোলী অলঙ্কৃত জাম্পস্যুট পরেছিলেন যা তার সুন্দর ফিগারি নিখুঁতভাবে তুলে ধরেছেন। এছাড়াও তাঁর X-এ (পূর্বে টুইটারে) তার শেষ পোস্টটি ছিল বিগ বস ১৩-এর তাঁর সহ-প্রতিযোগী এবং প্রাক্তন কাস্টমেট সিদ্ধার্থ শুক্লার প্রতি আবেগঘন শ্রদ্ধাঞ্জলি। সিদ্ধার্থ ২০২১ সালে একই পরিস্থিতিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুবার্ষিকীতে, শেফালি জারিওয়ালা বিগ বস চলাকালীন দুজনের আলিঙ্গনের একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, “আজ তোমার কথা ভাবছি, আমার বন্ধু।” ২০০০ সালের গোড়ার দিকে সুপারহিট রিমিক্স ‘কাঁটা লাগা’-এর জন্য শেফালি জারিওয়ালা তাৎক্ষণিকভাবে খ্যাতি অর্জন করেন। তার সাহসী স্টাইল এবং নৃত্যের চালগুলি তাকে পপ সংস্কৃতির আইকন করে তোলে। পরবর্তীতে তিনি সালমান খানের ‘মুঝসে শাদি কারোগি’ ছবিতে অভিনয় করেছিলেন এবং ২০১৯ সালের ওয়েব সিরিজ ‘বেবি কাম না’ তে অভিনয় করেছিলেন। তিনি ‘বুগি উগি’ এবং ‘নাচ বালিয়ে’-এর মতো জনপ্রিয় নৃত্য রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করেন। বহু বছর পরে, তিনি ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে আবারও আলোচনায় ফিরে আসেন, যেখানে ভক্তরা তার খেলা পছন্দ করেছিলেন। ২০১৪ সালে, শেফালি অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চুরির অভিযোগে দুবাই বিমানবন্দরে গ্রেফতার ‘বিগ বস্‌’ খ্যাত আবদু রোজিক

একই অঙ্গে চার রূপ, দাদু, বাবা এবং দুই ভাইয়ের ভূমিকায় আল্লু অর্জুন

‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

‘কানাডা আপনার ভাঁড়ামো-র জায়গা নয়’, এবার কপিলকে হুমকি পান্নুনের

‘ভাল ছেলে’র অবতার ছেড়ে আবারও ধূসর চরিত্রে গৌরব, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

‘প্রাপ্তবয়স্ক দুনিয়ায় স্বাগত’, কত বড় হল রবিনার ছেলে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ