এই মুহূর্তে




চেহারায় বয়সের ছাপ লুকাতে বিশেষ চিকিৎসা নিয়েছিলেন ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য




নিজস্ব প্রতিনিধিঃ চেহারায় বয়সের ছাপ লুকোতে ৫-৬ বছর বিশেষ চিকিৎসাধীন ছিলেন ‘কাঁটা লাগা’-খ্যাত শেফালি জারিওয়ালা। সেটাই কী অকালে মৃত্যু ডেকে আনল অভিনেত্রীর? যদিও তারকাদের বয়স লুকোনো প্রথম নয়। বেশি সুন্দর হতে গিয়ে তাঁরা অনেক চিকিৎসা সার্জারির সাহায্য নেন। যা তাঁদের মৃত্যুর পথে ঠেলে দিতে পারে। শেফালিও কী এমন কিছু করেছিলেন? শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে যেতে যেতেই প্রয়াত হয়েছেন শেফালি জারিওয়ালা। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। বলিউডেও শুণ্যস্থান তৈরি হয়েছে। তবে অভিনেত্রীর মৃত্যুর এখনও সঠিক কারণ জানা যায়নি। এখন তাঁর দেহ কাঁটাছেড়া চলছে কুপার হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে অভিনেত্রীর আসল মৃত্যুর কারণ। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

পাশাপাশি আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০০২ সালে কাঁটা লাগা গানের মাধ্যমে রাতারাতি খ্যাত হয়ে ওঠেন শেফালি। যেখানে তিনি তাঁর সাহসী ভঙ্গি, খোলামেলা পোশাকে নেচে রীতি মতো ঝড় তুলেছিলেন পুরুষ হৃদয়ে। কিন্তু কাঁটা লাগার পর তাঁকে আর তেমন পর্দায় দেখা যায়নি। জানা যায়, টানা ১৫ বছর মৃগী রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। পাশাপাশি জানা যায়, অভিনেত্রী বিশেষ মেডিকেল ট্রিটমেন্টে ছিলেন। যাতে ৪২ বছর বয়সেও তাঁকে তরুণ দেখায়। একটি সূত্র জানিয়েছে, শেফালি জারিওয়ালা আকস্মিক মৃত্যুর আগে ৫-৬ বছর ধরে বার্ধক্য বিরোধী চিকিৎসাধীন ছিলেন। এই চিকিৎসা সাধারণত ত্বকের গঠন উন্নত করতে এবং তরুণ চেহারা প্রদান করে থাকেন। এই প্রক্রিয়ায় ব্যবহৃত ওষুধগুলির মধ্যে প্রধানত ভিটামিন সি এবং গ্লুটাথিয়ন অন্তর্ভুক্ত ছিল। গ্লুটাথিয়ন হল ত্বকের ফর্সাভাব এবং বিষমুক্তকরণের জন্য ব্যবহৃত একটি ওষুধ।

তবে এই ওষুধগুলি হৃদপিণ্ডের উপর সরাসরি প্রভাব ফেলে না এবং এগুলি সম্পূর্ণরূপে প্রসাধনী চিকিৎসা। তাই ফরেনসিক রিপোর্ট এবং ময়নাতদন্তের পরই অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে কুপার হাসপাতালে বাইরে অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগীকে কাঁদতে দেখা গিয়েছে। তাঁর মাকে হাউমাউ করে কাঁদতে দেখা গিয়েছে। কিন্তু অভিনেত্রীর পরিবার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। শেফালি ২০০২ সালের মিউজিক ভিডিও কাটা লাগার পর টেলিভিশনে আসেন, তার স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে নৃত্য রিয়েলিটি শো নাচ বালিয়েতে অংশগ্রহণ করেন এবং পরে বিগ বস ১৩-এর ঘরে প্রবেশ করে ছিলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

‘ভয়টা রয়েই গেছে’, লিভার কেটে বাদ দিলেও ফের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন দীপিকা

দীপিকাকে ছেড়ে রক্তাক্ত বেশে ২০ বছরের তরুণীর সঙ্গে রোমান্স, হঠাৎ কী হল রণবীরের?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ