এই মুহূর্তে




ভিতরে মেয়ের দেহ কাঁটাছেড়া চলছে, বাইরে হাউমাউ করে কাঁদছেন শেফালির মা




নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী-বিগ বস ১৩-এর প্রতিযোগী শেফালি জরিওয়ালার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে আচমকাই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রীকে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই মারা যান অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগীই গতকাল অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তবে অভিনেত্রীর মৃত্যুর এখনও সঠিক কারণ জানা যায়ন। কুপার হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না, তবে প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শেফালি। তাঁর মৃত্যুতে অভিনেত্রীর স্বামী ও মা ভেঙে পড়েছেন।

মুম্বইয়ের আন্ধেরির বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালের বাইরে বিধ্বস্ত অবস্থায় দেখা গিয়েছে অভিনেত্রীর মাকে। পাপারাজ্জিদের দ্বারা শেয়ার করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে, শেফালির মা সুনীতা জারিওয়ালাকে অসহ্যভাবে কাঁদতে কাঁদতে গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। তাঁর পরিবারের সদস্যরা অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকে কাতর। বর্তমানে শেফালির স্বামীকে ভিলে পার্লের কুপার হাসপাতালে দেখা যাচ্ছে। তাঁর চোখমুখে অবিশ্বাস ও বেদনার ছাপ। তিনি গাড়ি থেকে নামার পরপরই পাপারাজ্জিরা তাঁর আবেগঘন মূহুর্ত ক্যামেরাবন্দী করেছেন। তবে পরাগকে হাত জোড় করে পাপারাজ্জিদের ফটো তুলতে না করতে শোনা যায়। এই মূহুর্তে অভিনেত্রীর পরিবারের বেশ কয়েকজন সদস্য, মুম্বই পুলিশ কর্মকর্তারা হাসপাতালে পৌঁছেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

পুলিশ পরাগের বাড়িতে থাকা আরও তিনজনের জবানবন্দিও রেকর্ড করেছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। এদিকে শেফালি জারিওয়ালার মর্মান্তিক মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে, ভক্ত এবং সেলিব্রিটিরা শোক প্রকাশ করেছেন এবং তাকে একজন প্রাণবন্ত, উষ্ণ হৃদয়ের মানুষ হিসেবে স্মরণ করেছেন। প্রসঙ্গত, ২০০২ সালের হিট মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’-তে তাঁর আইকনিক উপস্থিতির জন্যে রাতারাতি খ্যাত অর্জন করেন শেফালি। এরপর বেশ কয়েক বছর ধরে লাইমলাইট থেকে দূরে ছিলেন তিনি। এরপর তিনি নাচ বালিয়ে ৫ এবং নাচ বালিয়ে ৭-এ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। বিগ বস ১৩-তে তার অংশগ্রহণ তাকে নতুন করে পরিচিতি এবং একটি শক্তিশালী ভক্ত বেস এনে দিয়েছিল। এছাড়াও শেফালি ‘মুঝসে শাদি করোগি’ এবং হুদুগারু-এর মতো একাধিক ছবিতেও অভিনয় করতে দেখা যায়। টানা ১৫ বছর মৃগী রোগের সঙ্গে লড়াই করেছেন তিনি। সেকারণে তাঁকে বেশি পর্দায় দেখা যায়নি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

‘ভয়টা রয়েই গেছে’, লিভার কেটে বাদ দিলেও ফের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন দীপিকা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ