এই মুহূর্তে




ভারত-পাক যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ‘কিং’-এর শুটিং




নিজস্ব প্রতিনিধি: ‘ডানকি’ রিলিজের পর এক বছর কেটে গিয়েছে। ২০২৩ সালটা ছিল শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম বাম্পার বছর। যেখানে একই বছরে তিন তিনটি ছবি মুক্তি পেয়েছে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’। তিনটি ছবি বক্সঅফিসে সুপারহিট হয়েছে। তবে এরপর এখনও পর্যন্ত নতুন ছবির ঘোষণা করেননি শাহরুখ খান। কিন্তু জল্পনা সুপারস্টারের পরবর্তী চলচ্চিত্র, ‘কিং’। যে ছবিতে তিনি মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এবং এটাই হবে সুহানার বলিউড ডেবিউ। কিন্তু এখনও ছবির বিষয়ে কিছু বলতে নারাজ শাহরুখ খান বা ছবির টিম। শোনা যাচ্ছে, অভিনেতার এই ছবির পরিচালক হতে পারেন সিদ্ধার্থ আনন্দ। যাই হোক, বর্তমানে দেশের অবস্থা উত্তপ্ত। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে ভারত। অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। সেলিব্রিটিরাও সেনাবাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।

কিন্তু এরপর থেকে পাকিস্তান লাগাতার আক্রমণ চালিয়েছে। অবশেষে টানা ৪ দিন পর যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। আজ সন্ধ্যায় পরবর্তী পদক্ষেপ কী হবে, তা সিদ্ধান্ত নেওয়া হবে দুই দেশের DGMO বৈঠকে। দেশের এমন দুর্বিষহ পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে বলিউডের একাধিক তারকা ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। স্থগিত করেছে তাঁদের বিদেশী কনসার্ট।অনেক চলচ্চিত্র মুক্তিও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ভারত-পাকিস্তানের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এখনও মুখ খোলেননি শাহরুখ খান। এর কারণে সমালোচনার মধ্যেও পড়তে হয়েছে অভিনেতাকে। সম্প্রতি তিনি নিউইয়র্কে মেট গালায় উপস্থিত হয়েছিলেন। ফ্যাশন অনুষ্ঠানে একেবারে কিং অবতারে ধরা দিয়ে সকলের ঘুম উড়িয়েছেন তিনি। পাশাপাশি মেট গালার প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হয়ে উঠেছেন। ইতিমধ্যে দেশেও ফিরেছেন তিনি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শাহরুখ খানের কোনও গর্জন নেই দেখে অবাক হচ্ছেন ভক্তরা। এমন পরিস্থিতিতেই প্রকাশ্যে এলো একটি নতুন আপডেট। জানা গিয়েছে, শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল ১৬ মে থেকে, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে নির্মাতারা শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও, পরিস্থিতি এখনও সংবেদনশীল। দুই দেশের মধ্যে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তাই, সকলেই ভাবছেন যে তাদের প্রকল্পগুলি শুরু করার জন্য এটি কি উপযুক্ত সময় হবে। তাই ছবির শুটিং পিছিয়ে দিয়েছে নির্মাতারা।’ বর্তমানে কিং ছবির কাস্টিং নিয়ে আলোচনা চলছে। এই ছবিতে শাহরুখ, সুহানা খানের সঙ্গে আরও অভিনয় করবেন, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, দীপিকা পাড়ুকোন এবং আরশাদ ওয়ার্সি। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটির ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পাওয়াল কথা রয়েছে। ‘ডাঙ্কি’র পর ভক্তরা প্রায় তিন বছর পর তাঁকে বড় পর্দায় দেখতে পাবেন। তবে, এখনও ছবির শুটিং বিলম্বিত হওয়ার প্রতিবেদন সম্পর্কে কিছু জানাননি পরিচালক।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আমি কারও কাজ ছিনিয়ে নিতে চাই না’, এবার বলিউড ছাড়লেন স্বনামধন্য কোরিওগ্রাফার

৩ বছর বাদে ফের ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় শিশু অভিনেত্রী

বাস্তবে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন নায়ক নায়িকা, এই সিনেমাগুলি ভেঙে দিয়েছিল যাবতীয় ট্যাবু

‘পুষ্পা ২’-এর বিরাট সাফল্যের পরেও পারিশ্রমিক কমছে রশ্মিকার, তবে কী অভিনয় ছাড়ছেন?

ভক্তদের ভিড়ে নাজেহাল অবস্থা, চিৎকার করে দেহরক্ষীকে খুঁজতে হল নুসরতকে

‘আমার সংসার ভেঙেছে প্রীতি’, শেখর কাপুরের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন সুচিত্রা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ