এই মুহূর্তে




‘এত হিংসা, তাই আমাকে গালিগালাজ করছেন’, মাচা অনুষ্ঠানে গিয়ে কটাক্ষে বিদ্ধ ‘ভিলেন’ সুমিত

নিজস্ব প্রতিনিধি: বাংলা ছবির দুঁদে খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায়। নব্বই দশকের বাংলা ছবিতে তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো। সিনেমায় হিট করাতে যেমন নায়কের জুড়ি মেলা ভার, তেমনি খলনায়কের অবদানও অনস্বীকার্য। খলনায়ক না থাকলে সিনেমার মোচড় কই, আর সেই ভূমিকা একেবারে দায়িত্ব সহকারে প্লন করতেন সুমিত। তার ঘোলাটে চোখদুটিই যেন কথা বলত! সেই কারণেই খলনায়ক হিসেবে বেশ মানাত সুমিতকে। কটা চোখ, লম্বা-চওড়া চেহারা। পর্দায় তাঁকে দেখলেই একসময় ভয় পেত দর্শক। তবে এখন বড়পর্দায় তাঁকে দেখা যায় না বললেই চলে। বিশেষ করে, বর্তমানে বাংলা ছবির প্যাটার্ন অনেকটা বদলেছে।

বাণিজ্যিক ছবির চাইতেও একটু অন্য ধরনের ছবি করতে চান তারকারা। এবং দর্শকরা তা গ্রহণও করেন। তাই এখনকার সিনেমায় তেমন ডাক পান না তিনি। অথচ শহরতলি, গ্রামাঞ্চলে তাঁর খুব জনপ্রিয়তা। কেননা গ্রামবাংলার মাচা অনুষ্ঠানে টলিউড তারকাদের দেখা মেলে, তাই তাদের গ্রামাঞ্চলে বিপুল জনপ্রিয়তা। সুমিতও অবসর সময়ে মাচা অনুষ্ঠান করেন। তাই আজও তাঁর ব্যাপক জনপ্রিয়তা সেখানে। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠান করতে গিয়ে কটাক্ষে বিদ্ধ গিয়েছেন সুমিত। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা।

এখন সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিও ভাইরাল। সেখানে একের পর এক নেতিবাচক মন্তব্যের ভিড় জমাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠান শুরুর আগে দর্শকাসন থেকে এক জন অশ্লীল মন্তব্য ছুড়ে দেন সুমিতকে। তার পরেই মেজাজ হারান অভিনেতা। সুমিত বলেন, ‘নায়ক হতে পারেননি বলে এত হিংসা! তাই আমায় গালিগালাজ করছেন! শিল্পী হতে চাইলে আসুন।’ এরপর অভিনয়জীবনের অনিশ্চয়তার কথা সকলের সঙ্গে ভাগ করে অভিনেতা বলেন, ‘আমাদের অবসরকালীন কোনও ভাতা নেই। পরবর্তীকালে আমাদের যখন আর কেউ ডাকবে না, তখন এই টাকা দিয়েই আমাদের পেট চালাতে হবে।’ এই ভিডিওটি ভাইরাল হতেই নেট পাড়ায় একের পর এক নেতিবাচক মন্তব্য উপচে পড়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকায় গিয়ে চড়লেন রিকশায়, ফুচকা-ঝালমুড়িতে মজলেন পাক নায়িকা হানিয়া

ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু গ্র্যামি-জয়ী গীতিকার ব্রেট জেমসের

জুবিনের মৃত্যু নিছক দুর্ঘটনা? তদন্তে নামছে CID, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের?

চির বিদায় জুবিন, রবিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে গায়ককে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা

জুবিনের ময়নাতদন্ত শেষ, সিঙ্গাপুর থেকে দেশে ফিরছে গায়কের দেহ, জানালেন অসমের মুখ্যমন্ত্রী

সমুদ্রে নামার আগে ‘লাইফ জ্যাকেট’ খুলে ফেলেছিলেন জুবিন, বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ