এই মুহূর্তে




২ মাস বাদে পাক অভিনেত্রী মাওরা হোকেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে উঠল নিষেধাজ্ঞা




নিজস্ব প্রতিনিধি : ২ মাস পর পাক অভিনেত্রী মাওরা হোকেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্যান তোলা হল ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতি। ৭ মে পাকিস্তানকে যোগ্য জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুর চালিয়ে ধ্বংস করা হয় ৯টি জঙ্গিঘাঁটি। এর প্রভাব শুধু রাজনৈতিকর মহলেই নয়, পড়েছিল বিনোদন জগতেও। ব্যান উঠতেই শেয়ার করলেন সনম তেরি কসম-র ভিডিও।

বিগত ২ মাস পাক অভিনেত্রী মাওরা হোকেনের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল ভারতে। অবশেষে সেই ব্যান তুলে নেওয়া হয়েছে। তাঁর অ্যাকাউন্ট খোলা হলেও হানিয়া আমির, আতিফ আসলাম, মাহিরা খান, ফাওয়াদ খানের মতো আরও বেশ কয়েকজন পাকিস্তানি সেলিব্রিটির অ্যাকাউন্ট এখনও ব্যানই রয়েছে। একাধিক পাক সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতীয় ব্যবহারকারীদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অভিনেত্রী মাওরা সোশ্যাল মিডিয়ায় ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিন্দুর’কে “কাপুরুষোচিত” বলে বিতর্ক আরও বাড়িয়ে তুলেছিলেন। যা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

মঙ্গলবার বেশ কয়েকজন ব্যবহারকারী স্ক্রিনশট শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে মাওরার ইনস্টাগ্রাম প্রোফাইল আবারও ভারতে দেখা যাচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষ বা মেটা থেকে অন্যান্য পাকিস্তানি সেলিব্রিটিদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কিনা সে সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

জানা গিয়েছে, অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল শেয়ার করেছিলেন। রিলে সানাম তেরি কসম-এর তার লুকগুলি দেখানো হয়েছিল। তবে, তিনি ভিডিওটির সঙ্গে কিছু লেখেননি। তাপসী পান্নু, নীতু কাপুর, মৌনি রায়, মনীশ মালহোত্রা, খুশবু পাটানি এবং অন্যান্যদের মতো বেশ কয়েকজন ভারতীয় সেলিব্রিটি মাওরার অ্যাকাউন্টটি অনুসরণ করেন বলে জানা গিয়েছে।

ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইনস ডে-এর দিন পুনরায় মুক্তি পেয়েছিল হর্ষবর্ধন রানে এবং পাক অভিনেত্রী মাওরা হোকেন অভিনীত ‘সদম তেরি কসম’ ছবিটি। ২০১৬ সালে ছবিটি মুক্তি পেলেও বক্সঅফিসে হিট করেনি। কিন্তু ২০২৫ সালে পুনরায় মুক্তি পেতেই ছবিটি ব্যাপক আয় করে। এরপর থেকেই ভক্তরা ‘সনম তেরি কসম ২’ এর জন্যে অপেক্ষা করছিলেন। আবারও হর্ষবর্ধন রানে এবং মাওরা হোকেনের পর্দার রসায়ন দেখতে চাইছিলেন ভক্তরা। কিন্তু ভারত-পাক যুদ্ধের আবহে পাক তারকাদের নিষিদ্ধ করেছে ভারত। প্রশাসনকে সমর্থন জানিয়ে ‘সনম তেরি কসম ২’ থেকেও বাদ দেওয়া হয়েছে মাওরা হোকেনকে। ১১ মে পরিচালক জুটি রাধিকা রাও এবং বিনয় সাপ্রু নিশ্চিত করেছেন যে ‘সনম তেরি কসম’ এর আসন্ন সিক্যুয়েল থেকে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেনকে বাদ দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চুরির অভিযোগে দুবাই বিমানবন্দরে গ্রেফতার ‘বিগ বস্‌’ খ্যাত আবদু রোজিক

একই অঙ্গে চার রূপ, দাদু, বাবা এবং দুই ভাইয়ের ভূমিকায় আল্লু অর্জুন

‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

‘কানাডা আপনার ভাঁড়ামো-র জায়গা নয়’, এবার কপিলকে হুমকি পান্নুনের

‘ভাল ছেলে’র অবতার ছেড়ে আবারও ধূসর চরিত্রে গৌরব, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

‘প্রাপ্তবয়স্ক দুনিয়ায় স্বাগত’, কত বড় হল রবিনার ছেলে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ