এই মুহূর্তে




বাগদান সেরে ফেললেন বনি কন্যা অনশুলা, শীঘ্রই কাপুর পরিবারে বাজছে বিয়ের সানাই




নিজস্ব প্রতিনিধি: বিয়ের সানাই বাজছে কাপুর পরিবারে! বাগদান সেরে ফেললেন অভিনেতা অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুরের। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন খুশি-জাহ্নবী কাপুরের সৎ দিদি। প্রেমিকের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে ভক্তদের খুশির খবর দিলেন অনশুলা। যেখানে দেখা যাচ্ছে, রোহন, অনশুলাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। বোনের এই খুশির মুহূর্তে আবেগঘন হয়ে পড়লেন অর্জুন কাপুর। ছবিতে, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনশুলাকে হাঁটু গেড়ে প্রপোজ করতে দেখা যাচ্ছে রোহনকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Anshula Kapoor (@anshulakapoor)

ক্যাপশনে অনশুলা তাঁদের প্রেমের গল্প পাঠ করে লিখেছেন, “একটি অ্যাপের মাধ্যমে আমাদের দেখা হয়েছিল। এরপর এক মঙ্গলবার রাত ১.১৫ টা নাগাদ হঠাৎ করেই কথা বলতে শুরু করেছিলাম। সেই দিন সকাল ৬টা পর্যন্ত আমরা কথা বলেছিলাম। আর তখনও মনে হয়নি যে, এমন কিছুর সূচনা হবে, যা আমার জীবনে গুরুত্বপূর্ন ভূমিকা নেবে। এরপর ৩ বছর, আমার প্রিয় শহর নিউইয়র্কের, সেন্ট্রাল পার্কের দুর্গের সামনে, তিনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন! তখনই ভারতের সময় ঠিক ১.১৫ টা হবে! সেই সময়টা যেন গোটা পৃথিবী থেমে গিয়েছিল, সেই মুহূর্তটি জাদুর মতো মনে হয়েছিল। আমি কখনও রূপকথায় বিশ্বাসী মেয়ে ছিলাম না। কিন্তু রোহন সেদিন আমাকে যা দিয়েছিল তা ভোলার নয়। আমি হ্যাঁ বলেছিলাম। সেদিনের সেই সুখ আমি ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ ২০২২ সাল থেকে, তুমি আমাকে সহ্য করে যাচ্ছ। আমি আমার সেরা বন্ধুর সঙ্গে বাগদান সেরেছি। আমার কাছে তুমিই সবথেকে নিরাপদ জায়গা।”

অনশুলার এই পোস্টটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের অভিনন্দন জানাতে শুরু করেছেন তাঁর বন্ধুবান্ধব, এবং ভক্তরা। অর্জুনও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বোনের পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘আমি আমার মা মোনা শৌরি কাপুরকেও মিস করছি। আমার জীবন তাঁকে চিরতরে খুঁজে পেয়েছে। তোমাদের দুজনের সুখের জন্য রইল আমার অনেক ভালোবাসা।” অন্যদিকে অনশুলার সৎ বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরও নিজেদের উত্তেজনা প্রকাশ করেছেন। জাহ্নবী লিখেছেন, “আমার দিদিরর বাগদান চূড়ান্ত’, খুশি চিৎকার করে বলেছেন, “আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। আমার দিদি বিয়ে করছে।” জানিয়ে রাখি, অনশুলা চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর এবং তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের মেয়ে। এবং তাঁদের একটি ছেলেও আছে, যার নাম অর্জুন কাপুর। আর বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। সেই ঘরে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের জন্ম হয়েছে। ১৯৯০ সালে জন্মগ্রহণকারী, অনশুলা বর্তমানে অর্জুনের চোখের মণি। সম্প্রতি রিয়েলিটি গেম শো, দ্য ট্রেইটার্সের মাধ্যমে পর্দায় অভিষেক হয়েছে অনশুলার, কিন্তু অনুষ্ঠানের মাঝপথে তাকে অনুষ্ঠান থেকে বের করে দিয়েছে অন্যান্য প্রতিযোগিরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

‘ভয়টা রয়েই গেছে’, লিভার কেটে বাদ দিলেও ফের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন দীপিকা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ