এই মুহূর্তে




‘অভিনেত্রীর নিরাপত্তা কোথায়’? ভিড়ের মধ্যে তামান্নাকে ধরে টানাটানি, উদ্বিগ্ন নেটমহল




নিজস্ব প্রতিনিধি: তারকাদের সামনে দেখলেই তাঁদের সঙ্গে সেলফি তুলতে হামলে পড়েন ভক্তরা, সেটাই স্বাভাবিক। এখন সবার হাতেই রয়েছে স্মার্টফোন। তাই প্রিয় নায়িকার সঙ্গে ছবি তুলে ফোনবন্দি করে রাখতে চান সকলেই। কিন্তু তাতেই বিপাকে পড়ে যান সেলিব্রিটিরা, কোনও কোনও সময় অতিরিক্ত আবদার করতে নায়িকাদের শরীরও স্পর্শ করে ফেলেন ভক্তরা। যেমনটা শনিবার হয়েছিলেন বলিউডের ‘মিল্কি সুন্দরী’ তামান্না ভাটিয়ার সঙ্গে। গতকাল সন্ধ্যায় তামান্না একটি অ্যাওয়ার্ড শোতে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি তাঁর গান ‘আজ কি রাত’, ক্যাটরিনা কাইফের হিট ‘শিলা কি জওয়ানি’, ‘কালা চশমা’-সহ একাধিক গান পরিবেশন করেছেন।

কিন্তু অনুষ্ঠানের পরে, যখন তিনি অনুষ্ঠানস্থল থেকে বেরোতে যান, তখনই তাঁর সঙ্গে সেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়েন উত্তেজিত ভক্তরা। কিন্তু সেই সময় অভিনেত্রীর আশেপাশে কোনও নিরাপত্তারক্ষীকে দেখা যায়নি। যা অনুসারীদের মধ্যে রীতিমতো উদ্বেগের সৃষ্টি করেছে। অভিনেত্রীকে এদিন সোনালী রঙের ব্র্যালেট এবং সবুজ স্কার্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। কিন্তু ভক্তদের ভিড়ে তামান্নাকেও দৃশ্যত অস্বস্তিকর দেখাচ্ছিল। কোনও বিশৃঙ্খলা সত্ত্বেও, তিনি তার সংযম বজায় রেখেছিলেন এবং শ্রদ্ধাশীল দূরত্ব বজায় রেখে ভক্তদের সঙ্গে সেলফি তুলেছেন। অভিনেত্রীর এমন আচরণ ভক্তদের মন কেড়েছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই, বেশ কয়েকজন ভক্ত অভিনেত্রীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “তার নিরাপত্তা কোথায়?” আবার অন্য একজন লিখেছেন, ‘উনি খুবই অস্বস্তিকর অনুভূতি করছেন।’

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

তবে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানাননি তামান্না। কাজের ক্ষেত্রে, অভিনেত্রীকে শেষবার তেলেগু ছবি ওডেলা ২-তে দেখা গিয়েছিল, যেখানে হেবা প্যাটেল, বশিষ্ঠ এন. সিমহাও মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি রেইড ২-এর “নাশা” গানটিতেও একটি বিশেষ ক্যামিও করেছেন, যেখানে অজয় ​​দেবগণ, বাণী কাপুর এবং রীতেশ দেশমুখ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর, তামান্নার লোকজ থ্রিলার “VVAN: Force of the Forrest”-এ দেখা যাবে। যেখান সিদ্ধার্থ মালহোত্রা মূল চরিত্রে অভিনয় করছেন। ছবিটি ১৫ মে, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিটিতে সিদ্ধার্থ এবং তামান্নার প্রথম অন-স্ক্রিন জুটি দেখা যাবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আমি কারও কাজ ছিনিয়ে নিতে চাই না’, এবার বলিউড ছাড়লেন স্বনামধন্য কোরিওগ্রাফার

৩ বছর বাদে ফের ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় শিশু অভিনেত্রী

বাস্তবে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন নায়ক নায়িকা, এই সিনেমাগুলি ভেঙে দিয়েছিল যাবতীয় ট্যাবু

‘পুষ্পা ২’-এর বিরাট সাফল্যের পরেও পারিশ্রমিক কমছে রশ্মিকার, তবে কী অভিনয় ছাড়ছেন?

ভক্তদের ভিড়ে নাজেহাল অবস্থা, চিৎকার করে দেহরক্ষীকে খুঁজতে হল নুসরতকে

‘আমার সংসার ভেঙেছে প্রীতি’, শেখর কাপুরের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন সুচিত্রা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ