এই মুহূর্তে




৩ বছর বাদে ফের ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় শিশু অভিনেত্রী




নিজস্ব প্রতিনিধি: বাংলা হোক বা হিন্দি, টেলিভিশন হোক বা সিনেমহল, সমস্ত বিনোদন জগতেই প্রচুর শিশুশিল্পীদের বিচরণ রয়েছে। তাঁদের অভিনয়ও মুগ্ধ করে দেয় ভক্তদের। অথচ বড় হয়ে যাওয়ার পর তাঁদের চেনা দায় হয়ে যায়। জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘ইয়ে হ্যায় মহব্বতে’-তে ছোট্ট রুহির চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়ে ছিলেন রুহানিকা ধাওয়ান। এই সিরিয়ালের মাধ্যমে ঘরে ঘরে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে রুহি এখন ছোট্টটি নেই, অনেকটাই বড় হয়ে গিয়েছে। তাঁকে দেখলে ভিমরি খাবেন আপনিও।

সম্প্রতি স্নাতকে ভর্তি হয়েছেন ১৭ বছরের রুহানিকা। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রুহানিকা। গত মাসেই রুহানিকা ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট (IB) বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে প্রায় ৯১% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এখন রুহানিকার স্কুলে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অভিনেত্রী সেই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন ভক্তদের জন্যে। যেখানে তাঁকে বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছে। তাঁর বাবা-মায়ের সঙ্গেও আনন্দ উপভোগ করতে দেখা গিয়েছে।

যেখানে তাঁদের দুজনকেই মেয়ের সাফল্যে খুশি হতে দেখা গিয়েছে। আর তাতেই ভক্তদের মধ্যে জল্পনা যে, অনেকটাই বড় হয়ে গিয়েছে রুহানিকা, তবে কী এবার তাঁকে নায়িকার ভূমিকায় দেখা যাবে? ভিডিওটি শেয়ার করে রুহানিকা লিখেছেন, ‘২০২৫ সালে হাইস্কুলের যাত্রা শেষ করেছি। ভবিষ্যত উজ্জ্বল, তবে ছবি এখনও আসেনি বন্ধুরা।’ আপনাদের জানিয়ে রাখি, পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্যে রুহানিকা ৩ বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তিনি অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গিয়েছেন। তবে খুব শীঘ্রই তাঁকে টেলিভিশন পর্দায় দেখা যাবে বলে আশাবাদী ভক্তরা। ‘ইয়ে হ্যায় মহব্বাতে’ ছাড়া তাঁকে ‘মেরে সাই’, ‘মিসেস’-এর মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছিল। এছাড়াও তাঁকে ‘Comedy nights with Kapil’ শোয়েও দেখা গিয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৭ বছরের ছোট জসলিনের সঙ্গে প্রেমের গুজব, অবশেষে মুখ খুললেন ভজন সম্রাট

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

বলিউডে শোকের ছায়া, প্রয়াত অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ