27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:32 pm
নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্ব চ্যাম্পিয়ান উরুগুয়েকে রুখে দিয়ে শোরগোল ফেলে দিয়েছিল দক্ষিণ কোরিয়া। সোমবার এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে ফিরে এসেছিল চো গুয়ে সুংরা। কিন্তু শেষ রক্ষা হল না। ঘানার কাছে ৩-২ গোলে হেরে গেল। আর হারার ফলে শেষ ষোলোয় যাওয়া অনেকটাই অনিশ্চিত করে ফেলল এশিয়ার দলটি। কেননা, শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিরুদ্ধে খেলতে হবে দক্ষিণ কোরিয়াকে।
প্রথম ম্যাচে পর্তুগালের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপে টিঁকে থাকার জন্য এদিনের ম্যাচে জয়লাভ ছাড়া বিকল্প কোনও রাস্তা ছিল না ঘানার ফুটবলারদের কাছে। তাই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন সালিসু-কুদুসরা। ২৪ মিনিটে জর্দান আয়েউর ক্রস প্রতিহত করতে পারেননি দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগের খেলোয়াড়রা। জটলা থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে ঘানাকে এগিয়ে দেন সালিসু। দশ মিনিট বাদে ৩৪ মিনিটের মাথায় আয়েউর ক্রস থেকে দুর্দান্ত হেডে দলকে ফের এগিয়ে দেন কুদুস। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ঘানা।
কিন্ত দ্বিতীয়ার্ধে ম্যাচ জমে ওঠে। দুই গোলে পিছিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন। প্রতিপক্ষের আক্রমণে নাভিঃশ্বাস উঠে যায় ঘানার ডিফেন্ডারদের। তিন মিনিটের ব্যবধানে পর পর দুটি গোল করে দক্ষিণ কোরিয়াকে ম্যাচে ফেরান চো গুয়ে সুং। ম্যাচে সমতা ফিরতেই জয়ের খোঁজে আক্রমণে ধার বাড়াতে থাকে এশিয়ার দেশটি। কিন্তু দুর্ভেদ্য হয়ে ওঠা ঘানার গোলরক্ষক লরেন্স আতি-জিগিকে পরাস্ত করা যায়নি। ৬৮ মিনিটে ফের গোল পায় ঘানা। উইলিয়ামসের শট দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড়ের গায়ে লেগে কুদুসের কাছে যায়। গোল করতে ভুল করেননি তিনি। গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। কিন্তু কাজের কাজটি করতে পারেনি। হেরেই মাঠ ছাড়তে হয় চো গুয়ে সুং।