এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সন্দেশখালিতে শাহজাহানের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে মাটির তলায় উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁ এর বোনাই এর বাড়িতে হানা দেয় সিবিআই- এর ১০ সদস্যের একটি দল। এই বাড়িতেই মজুদ করে রাখা আছে প্রচুর অস্ত্রশস্ত্র ও বোমা । এমনটাই গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিবিআই (CBI)সেখানে হানা দেয়। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও নিয়ে আসা হয়।ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে এই বাড়িটির মেঝে ভেঙে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সিবিআই। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকেও নিয়ে আসা হয়েছে এই বাড়িতে।সন্দেশখালিতে মাটির তলা থেকে উদ্ধার হল ১৫ টি বিদেশী পিস্তল।ভোটের আগে সন্দেশখালিতে মাটির তলা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিচ্ছে সিবিআই।সন্দেশখালির যে বাড়ির মাটির তলা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেখান থেকেই একটি বাক্স ভর্তি বিস্ফোরক উদ্ধার হয়। এরপর সন্দেশখালি তে ডেকে আনা হয় এনএসজি’র (NSG)বম্ব স্কোয়ার্ডের সদস্যরা। ওই বাড়িটিকে ঘিরে ফেলেছে এনএসজি ‘র সদস্যরা। স্থানীয় গ্রামবাসীদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তারা বিদ্যুতের আর্থিন প্রটেকশন নিয়ে তার বিদ্যুৎ দপ্তরে কর্মীরা এই বাড়িটির ভেতরে প্রবেশ করেছে।হাফিজুল খার ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই তল্লাশি শুরু করেছে।সন্দেশখালি(Sandeshkhali) সরবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটি বাড়ি ঘিরে সিবিআই তল্লাশি চালাচ্ছে। উদ্ধার প্রচুর পরিমাণে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বোমা।সিবিআই সূত্রে খবর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে কার্তুজ। শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়া মল্লিকপুরে শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়ের ভগ্নিপতির বাড়িতে অভিযান শুরু করে তদন্তকারী অফিসাররা। মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভেতরে মাছের ভেড়ি বেষ্টিত ওই বাড়িতে ঘরের মেঝের নিচে লুকানো ছিল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। ওই বাড়িটিতে যাওয়ার একটি সরু ইট পাতা রাস্তা রয়েছে। সেই রাস্তা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

সিবিআই সূত্রের খবর, গোপন সূত্রে অস্ত্র ও বোমা মজুদের খবর পাওয়ার পরেই সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারীদের অনুমান ওই বাড়ি থেকে প্রয়োজনীয় আরো নথিপত্র মিলতে পারে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনা তদন্তভার সিবিআই নেওয়ার পর সেখানে বরং বর কেন্দ্রীয় সংস্কার গোয়েন্দারা তদন্তে গিয়েছেন। কত শনিবার সন্দেশখালি গিয়েছিলেন সিবি আই – এর প্রতিনিধিরা। সেদিন একটি দল গিয়েছিল সন্দেশখালি থানায় (Sandeshkhali P.S.)এবং অপর দলটি দিয়েছিল সুন্দরখালির দিকে। শুক্রবার মোট ৫টি দলে ভাগ হয়ে সিবিআই টিম শাহজাহানের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। আর সেখানেই মাটির তলায় বিস্ফোরক ও বিপুল অস্ত্র ভান্ডারের সন্ধান মিলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যজুড়ে সাতজনের প্রাণহানি

সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে প্রথম কাল বৈশাখীর বৃষ্টি কলকাতা শহরে

শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সন্দেশখালিতে মিছিল তৃণমূলের

তীব্র দাবদহে নদীয়ার এঁচোড় দেদার রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

সেলিম কাঁটা উপড়ে ফেলে মুর্শিদাবাদ ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর