আন্তর্জাতিক ডেক্সঃ গাজার ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল বাহিনী। এই হামলার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে গাজা । এই অবস্থায় গাজার পাশে এসে দাঁড়াল মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এই আল জাজিরা নিউজ চ্যানেলের পক্ষ থেকে এফএম রেডিও পরিষেবা চালু করা হয়েছে। যা শোনা যাবে ৯৩ . ৯ ফ্রিকোয়েন্সিতে । ২৪ ঘন্টা রেডিওতে খবর শুনতে পারবেন গাজার বাসিন্দারা। শুক্রবার ইজরায়েল এবং হামাস সংঘর্ষের ৪২তম দিনে গাজা উপত্যকায় স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল বাহিনী ।
এদিন জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পাশাপাশি বিমান হামলার পর অনেক মানুষ ভবনের নিচে চাপা পড়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্যের কাজ। এদিন বিমান হামলা চালানো হয়েছে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও। এছাড়াও খান ইউনিসের বনি সুহাইলায় একটি বাড়িতে ইসরাইলি বাহিনীর ছোঁড়া বোমায় আরও চারজন নিহত হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রতিদিন দুই ট্রাক জ্বালানি প্রবেশের অনুমতি দিয়েছে ইজরায়েল বাহিনী। পাশাপাশি ইজরায়েল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন ,’ওয়াশিংটনের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।‘ প্রসঙ্গত, জ্বালানির অভাবে গাজায় পরিবহন ব্যবস্থা আগেই ভেঙে পড়েছে। এরপর একে একে বন্ধ হয়ে গেছে হাসপাতালগুলোও। এর ফলে নজিরবিহীন দুর্দশায় পড়েছে গাজার বাসিন্দারা। চলতি সপ্তাহে জাতিসংঘ জানায়, জ্বালানির মজুদ শেষ হয়ে যাওয়ায় গাজায় তাদের ত্রাণ সহায়তার কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় জ্বালানি প্রবেশের অনুমতি দিতে চাপ বাড়ছিল ইজরায়েলের ওপর। তাই একপ্রকার বাধ্য হয়েই গাজায় তেল সরবারহের অনুমতি দিয়েছে ইজরায়েলের প্রশাসন।