আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতে গাজায় নরসংহার অব্যাহত রেখেছে ইজরায়েলির খুনি সেনাবাহিনী। শনিবার সকালে জাবিলিয়া শরণার্থী শিবিরের লাগোয়া আল ফাখোরা স্কুলে ইজরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ জন। গুরুতর জখম হয়েছেন আরও শতাধিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
হামাসের হামলার পরেই বদলা নিতে গত ৪১ দিন ধরে গাজায় হামলা চালিয়ে চলেছে ইজরায়েলি উন্মাদ বাহিনী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হাসপাতাল থেকে স্কুল, উপাসনালয় থেকে শরণার্থী শিবিরে লাগাতার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতপুষ্ট ইজরায়েলি সেনা। এদিন সকালে জাবালিয়া শরণার্থী শিবির সংলগ্ন আল ফাখোরা স্কুলে লাগাতার বোমা নিক্ষেপ করে ইজরায়েলি জল্লাদরা। নিরাপদ ভেবে জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন বাস্তুহারা কয়েকশো পরিবার। কিন্তু এদিনের হামলায় অনেকেই তাদের স্বজনকে হারিয়েছেন।
আল ফাকোরা স্কুলে ইজরায়েলি হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়েছেন জাতিসঙ্ঘের প্যালেস্টাইন শরণার্থী সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এক পোস্টে তিনি লিখেছেন, ‘বেসামরিকস্থানে এই ধরনের বীভৎস আক্রমণ কোনও মতেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই নিষ্ঠুর আক্রমণ বন্ধ হওয়া উচিত। মানবিক কারণে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারে না।’