এই মুহূর্তে




গাজা যুদ্ধ নিয়ে বিক্ষোভের জেরে পদত্যাগ করলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট

courtesy google




আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনুশে শফিক পদত্যাগ করেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট শফিক বুধবার (১৪ ই আগস্ট)বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাদের কাছে একটি ই-মেইল পাঠিয়েছেন। এতে শফিক উল্লেখ করেছেন, ‘তিনি অশান্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। উত্তপ্ত পরিস্থিতিও দেখেছেন। নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে যে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। তা পার করতে পারছেন না তিনি। উল্টে তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ছে। তাই তিনি পদত্যাগই এর সমাধান হিসেবে দেখছেন।’

তিনি আরও জানিয়েছেন, ‘এই সময়টা তাঁর পরিবারের ওপরও যথেষ্ট প্রভাব ফেলেছে।জড়িয়ে পড়েছে তাঁর পরিবার। যেমনটি প্রভাব ফেলেছে বিভিন্ন সম্প্রদায়ের ওপর।তাঁর কথায়,এই মুহূর্তে তাঁর চলে যাওয়ার সিদ্ধান্তটি সঠিক। তিনি তাঁর পদত্যাগের ঘোষণাটি এখন এই কারণেই দিয়েছেন, যাতে নতুন সেমিস্টার শুরুর আগে নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে পারেন।’

বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে তুমুল বিক্ষোভ চলছে প্রায় ৪ মাস ধরে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে এই বিক্ষোভ। অশান্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসে বিক্ষোভ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে গাজা ও ইজরায়েল—উভয়পন্থী লোকজনের কাছ থেকে সমালোচনার শিকার হয়েছেন তিনি। কতৃপক্ষের পদক্ষেপ না নেওয়ার জন্য তীব্র নিন্দা জানিয়েছিল তাঁরা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টিতে আর কয়েক সপ্তাহ পরই শরৎকালীন (অটাম) সেমিস্টার শুরু হবে। এই সেমিস্টার শুরু আগে শফিক পদত্যাগের ঘোষণা করলেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়টির আরভিং মেডিকেল সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাটরিনা আর্মস্ট্রং অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

গাজায় ইজরায়েলি বাহিনীর ১০ মাস ধরে টানা লাগাতার হামলায় বেসামরিক ফিলিস্তিনিদের ব্যাপক হতাহতের ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত এপ্রিল-মে মাসে তুমুল শিক্ষার্থীবিক্ষোভ হয়। এর মধ্যে অন্যতম ছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য,শফিক হলেন মিসরীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশের নাগরিকত্ব আছে তাঁর। তিনি এর আগে ব্যাংক অব ইংল্যান্ডের ডেপুটি গভর্নর ছিলেন। লন্ডন স্কুল অব ইকোনমিকসের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০২৩ সালের জুলাইয়ে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রেসিডেন্ট হয়েছিলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পেজারের পর এবার ‘রহস্যময়’ ওয়াকিটকি বিস্ফোরণে রক্তে ভাসল লেবানন, মৃত ৯

লেবাননে রহস্যময় পেজার বিস্ফোরণে মৃত বেড়ে ১২, রয়েছে ২ শিশুও

‘তেল মশলা যুক্ত ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

কে হতে চলেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার জানেন?

দেশ জুড়ে দুর্ভিক্ষ, খাবারের অভাব পূরণে ২০০ হাতি মেরে ফেলছে জিম্বাবোয়ে

৫ হাজার পেজারে গোপনে বিস্ফোরক রেখেছিল মোসাদ, দাবি হিজবুল্লাহর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর