নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পরিত্যক্ত রকেট লঞ্চারের গোলা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি। আচমকাই গোলা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে পাঁচ শিশু-সহ একই পরিবারের ৯ সদস্য। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাশমোর জেলার মেহওয়াল শাহ এলাকায়। বিস্ফোরণে জখম হয়েছেন এক মহিলা। তাঁকে উদ্ধার করে প্রথমে কান্ধকোট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরে লারকানা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কাশমোর-কান্ধকাটের সিনিয়র পুলিশ সুপার রোহা্ইল খোসো জানিয়েছেন, এদিন সকালে খেলতে গিয়ে স্থানীয় একটি জঙ্গলে পরিত্যক্ত রকেট লঞ্চারের একটি গোলা দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসে শিশুরা। তার পরে খেলনা ভেবে ওই গোলা নিয়ে খেলতে থাকে। আর তাতেই বিপত্তি ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কার্যত ছিন্নভিন্ন হয়ে যায় পাঁচটি শিশু। বিস্ফোরণের তীব্রতায় পুরো বাড়িটি ধসে পড়ে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুরো এলাকা ঘিরে রাখে। ধ্বংসস্তুপের নিচ থেকে পাঁচ শিশু-সহ মোট নয় জনের মরদেহ উদ্ধার করা হয়। তার মধ্যে দুই জন মহিলা ও দুই জন পুরুষ রয়েছেন। গুরুতর জখম অবস্থায় এক মহিলাকেও জীবীত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই রকেট লঞ্চার বিস্ফোরণের ঘটনায় পুলিশের আইজির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী বিচারপতি মকবুল বাকার। কীভাবে ওই এলাকায় রকেট লঞ্চার পাওয়া গেল সেই প্রশ্নেরও জবাব চেয়েছেন। পুরো এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি আরও কোনও রকেট লঞ্চার কিংবা বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কিনা তার সন্ধান চালানোরও নির্দেশ দিয়েছেন।