এই মুহূর্তে




গাজায় সুড়ঙ্গ থেকে মার্কিনিসহ আরও ৬ বন্দির মৃতদেহ উদ্ধার করলো ইজরায়েলি বাহিনী

courtesy google




আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক বছর হতে চলল গাজা ইজরায়েল দ্বন্দ্ব ক্রমশ জটিল হচ্ছে। এমতাবস্থায় ইজরায়েলি সামরিক বাহিনী রবিবার (১ সেপ্টেম্বর) জানিয়েছে, তাঁরা দক্ষিণ গাজায় একটি ভূগর্ভস্থ টানেলে ছয়জন বন্দির মৃতদেহ খুঁজে পেয়েছে।

ইজরায়েলি বাহিনীর দাবি, নিহতদের মধ্যে একজন মার্কিন-ইজরায়েলি ও একজন রাশিয়ান-ইজরায়েলি দ্বৈত নাগরিক(দুই দেশের নাগরিকত্ব)রয়েছে। তাঁদের আরও দাবি,নিরাপত্তা বাহিনী তাঁদের কাছে পৌঁছানোর কিছুক্ষণ আগেই বন্দিদের নির্মমভাবে হত্যা করেছে হামাস।

ইজরায়েলি বাহিনী নিহত বন্দিদের পরিচয় প্রকাশ করেছে। এরা হলেন, কারমেল গ্যাট, ইডেন ইরেশালমি, হার্শ গোল্ডবার্গ-পোলিন, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং ওরি ড্যানিনো। তাঁরা(ইজরায়েলি বাহিনী) জানিয়েছে ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে তাঁদের নৃশংস হামলার সময় হামাস জঙ্গিরা তাঁদের অপহরণ করেছিল। হামলার পাশাপাশি প্রায় ২৫১ জনকে অপহরণ করে নিয়ে যায় হামাস। যাদের মধ্যে ৯৭ জন বন্দী শুধু নারী। যাদের মধ্যে ৩৩ জন ইতিমধ্যেই মৃত বলে মনে করে ইজরায়েলি সেনাবাহিনী।

এই নিয়ে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর(আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি দুখ:প্রকাশ করেছেন। জানিয়েছেন, ‘নিহতদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি। নিহতদের পরিবারের পাশাপাশি তাঁদেরও হৃদয় কাঁদছে।’ পাশাপাশি হাগারি আরও জানিয়েছেন,‘৭ই অক্টোবর থেকে বন্দিরা অনেক অত্যাচার সহ্য করেছে, প্রায় ৩৩১ দিন হতে চললো।তাঁদের পরিবার কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আজকের এই ঘটনাটি তাঁদের সবাইকে নাড়িয়ে দিয়েছে।’

হাগারি জানান, ‘কয়েক ঘন্টা আগে, আমরা নিহতদের পরিবারকে জানিয়েছিলাম যে, তাঁদের প্রিয়জনের দেহ আইডিএফ সৈন্যরা রাফাহতে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের মধ্যে রেখেছিল।’হাগারি আরও জানান, ‘আমাদের প্রাথমিক মূল্যায়ন অনুসারে, সেনাবাহিনী তাঁদের কাছে পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাস সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে।’

ইজরায়েলে গত বছরের ৭ অক্টোবর  হামাসের হামলার ফলে বেশ কিছু ইজরায়েলিকে বন্দি করে নিয়ে যায় হামাস। তাঁদের মধ্যে এই ৬ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি টানেল থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে যেখানে আরেক বন্দি, ফারহান আলকাদিকে কয়েক দিন আগে উদ্ধার করা হয়েছিল। হাগারির দাবি,‘আইডিএফ অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে, তাঁরা অনুমান করেছিল যে ঐ এলাকায় বেশ কিছু বন্দি থাকতে পারে। তবে, বন্দিদের সঠিক অবস্থান সম্পর্কে তাঁদের কাছে সঠিক তথ্য ছিল না।’

ইজরায়েলি বাহিনী জানিয়েছে, ছয়জন বন্দিদের মধ্যে, গ্যাটকে দক্ষিণ ইজরায়েলি কিবুটজ সম্প্রদায়ের বিরি থেকে অপহরণ করা হয়েছিল এবং অন্যদের বয়স ছিল ২৩ থেকে ৩২ বছরের মধ্যে। তাঁদের গাজা সীমান্তের কাছে একটি সংগীত উৎসব থেকে অপহরণ করা হয়েছিল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নাইজেরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে ট্র্যাকের সংঘর্ষে নিহত ৪৮

টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৫৯ জনে

আফগানিস্তানের সীমান্তে হামলা, নিহত কমান্ডারসহ ৮ তালেবান সেনা

ইয়েমেনে পাহাড়ি রাস্তায় মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১৫

ইজরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ৭, আহত ১৫

দেশ ছেড়ে পালালেন ভেনেজুয়েলার বিরোধু নেতা গঞ্জালেজ, স্পেনে খুঁজছেন আশ্রয়

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর