-273ºc,
Friday, 9th June, 2023 3:35 am
নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি-সহ পাকিস্তান তেহরিক ইনসাফের ৬০০ নেতা-নেত্রীর দেশত্যাগের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে শাহবাজ শরিফ প্রশাসন। গত ৯ মে রাওয়ালপিণ্ডির সেনা সদর দফতর সহ দেশের বিভিন্ন জায়গায় হামলায় অভিযুক্ত হওয়াতেই ইমরান খান-সহ ৬০০ পিটিআই নেতা-নেত্রীর দেশত্যাগের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বৃহস্পতিবার দেশের জাতীয় তদন্তকারী সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।
গত ৯ মে আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ আদালত চত্বর থেকে কার্যত টেনে-হিঁচড়ে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। আর তার পরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা রাওয়ালপিণ্ডির সেনা সদর দফতর সহ একাধিক সেনানিবাসে হামলা চালান। পরিস্থিতি সামলাতে একাধিক জায়গায় সেনা নামাতে হয়। যদিও ৪৮ ঘন্টার মধ্যেই ইমরানের গ্রেফতারিকে বেআইনি ঘোষণা করে তাঁকে মুক্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।
সেনানিবাসে হামলাকারীদের ছাড়া হবে না প্রকাশ্যেই হুমকি দিয়েছিলেন সেনাপ্রধান আসিম মুনির। আর তার পরেই গণহারে গ্রেফতার করা হয় পিটিআই নেতা-কর্মীদের। সেনার হাত থেকে বাঁচতে প্রাণভয়ে ইমরানের দল ছাড়ার ঘোষণা করেছেন একাধিক নেতা-নেত্রী। যদিও দলত্যাগের হিড়িককে গুরুত্ব দিতে চাননি প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি পাল্টা হুঙ্কার ছেড়েছেন, ‘দেশেই মরব, কোনও কারণেই সেনার হুমকিতে দেশ ছাড়ব না।’ যদিও সেনার হাত থেকে বাঁচতে পিটিআই সুপ্রিমো ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি-সহ পিটিআইয়ের পদাধিকারী ও নেতা-নেত্রীরা দেশ ছেড়ে পালাতে পারেন বলে মনে করছেন বর্তমান সরকারের শীর্ষ কর্তারা। তাই ইমরানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানের জাতীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে পুলিশ-সহ বিমানবন্দর কর্তৃপক্ষকে ৬০০ জনের তালিকা পাঠিয়ে তাঁদের কোনও বিমানে চাপতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।