এই মুহূর্তে




‘ভারত কেবল ঔরঙ্গজেবের আমলে ঐক্যবদ্ধ ছিল’, পাক প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে হাসির রোল

আন্তর্জাতিক ডেস্ক: ভাঙবে তবু মচকাবে না পাকিস্তান। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের হাস্যকর এবং অবাস্তব মন্তব্যও বন্ধ হবে না।  ফের একবার ভারতকে নিয়ে বিতর্কিত ও ভিত্তিহীন মন্তব্য করে হাসির পাত্র হয়ে উঠছেন তিনি।  পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকাল ছাড়া ভারত “কখনও সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ ছিল না।” তাঁর মন্তব্যে উঠেছে হাসির রোল।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন খাজা আসিফ। একই সঙ্গে তিনি ভারতের সঙ্গে আগামী দিনে যুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেননি। সাক্ষাৎকারে ভারতের ইতিহাস নিয়ে মন্তব্য করে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “ইতিহাস বলে যে ভারত কখনও একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র ছিল না, শুধুমাত্র ঔঙ্গজেবের অধীনে কিছুসময়ের জন্য ঐক্যবদ্ধ ছিল। পাকিস্তান আল্লাহর নামে তৈরি হয়েছিল। দেশে আমরা তর্ক করি এবং প্রতিযোগিতা করি। কিন্তু ভারতের সঙ্গে লড়াইয়ে আমরা একত্রিত হই।”  ভারত কখনওই সত্যিকারের ঐক্যবদ্ধ ছিল না এই কথা নিয়েই নতুন করে সমাজমাধ্যমে শুরু হয়েছে ট্রোল। বেফাঁস মন্তব্যের জন্য নিজের দেশকেও বেকায়দায় ফেলেছেন খাজা আসিফ কিন্তু তবুও তিনি থামতে রাজি নন।

ভারতের একত্রিত থাকার ইতিহাস

ব্রিটিশ উপনিবেশকারীদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে সাত দশকেরও বেশি সময় ধরে, ভারত একটি স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ গণতন্ত্র হিসেবে রয়ে গিয়েছে যেখানে পাকিস্তানে একাধিক সামরিক অভ্যুত্থান এবং অভ্যন্তরীণ বিভক্তি দেখা গিয়েছে। তারও আগে, ৩২২ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশকে একটি রাজ্যে একত্রিত করেছিল। এটি ছিল ভারতীয় উপমহাদেশের সর্বকালের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে একটি। অনেক পরে, গুপ্ত রাজবংশের সমুদ্রগুপ্ত এবং পুষ্যভূতি রাজবংশের হর্ষবর্ধনও প্রাচীন ভারতের বিশাল অংশে রাজনৈতিক ঐক্য এনেছিলেন। মুঘল শাসনকালে, আঞ্চলিক পরিধির দিক থেকে, ঔরঙ্গজেবের রাজত্বকালে সাম্রাজ্য প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে বিস্তৃত হয়েছিল। সেখানে খাজা আসিফের এই মন্তব্যে হাসির রোল উঠেছে। অনেকেই বলছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতের ইতিহাস জানেনই না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেগে উঠেছে জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরি, ৪৪০০ মিটার উচ্চতায় উড়ছে ছাই, জারি সতর্কতা

লিবিয়া উপকূলে ভয়াবহ দুর্ঘটনা, ৬৯ অভিবাসী বহনকারী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু, আরও হতাহতের আশঙ্কা

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের, আহত ১২০

শাহরুখের মুকুটে নয়া পালক, দুবাইয়ে বসছে কিং খানের মূর্তি, তৈরি হচ্ছে টাওয়ার

৩৫ বছর পর মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী মডং শহর নিজেদের দখলে নিল কারেন বিদ্রোহীরা

তীর্থে গিয়ে নিখোঁজ, ধর্মান্তরিত হয়ে পাক-যুবককে বিয়ে ভারতীয় শিখ মহিলার, পঞ্জাবে চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ