-273ºc,
Sunday, 4th June, 2023 10:42 am
নিজস্ব প্রতিনিধি: ট্রেড ইউনিয়নের (Trade Union) চলমান বিক্ষোভের (Protest) কারণে উত্তাল ফ্রান্স (France)। আর সেই বিক্ষোভের জেরে ফ্রান্স সফর স্থগিত করলেন রাজা তৃতীয় চার্লস (King Charles)। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
পেনশন সংস্কার প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিজের অবস্থানে অবিচল থাকার কথা ঘোষণা করার পর সেদেশে বিক্ষোভে সামিল হয়েছে ট্রেড ইউনিয়নগুলি। ক্রমশঃ সহিংস হয়ে উঠেছে সেই বিক্ষোভ। দশ দিন ধরে সেই বিক্ষোভ চলছে ফ্রান্সে। প্রায় ১০ লাখ মানুষ বিক্ষোভে সামিল হয়েছেন। সেই উত্তাল পরিস্থিতির মাঝে আগামী ২৬ মার্চ রাজা তৃতীয় চার্লস ফ্রান্স সফরে যাবেন বলে জানানো হয়েছিল। কিন্তু সেই বিক্ষোভ এতটাই সহিংস হয়ে উঠেছে যে সেই সফর বাতিল করতে বাধ্য হল ব্রিটিশ রাজার অফিস। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে বলা হয়েছে, পেনশন সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রান্সে মঙ্গলবার আরেকটি নতুন ঘোষণার পর পূর্ব নির্ধারিত ২৬ থেকে ২৯ মার্চ রাজা চার্লসের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য ফরাসি প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার সে দেশের ঐতিহাসিক বোরডক্স টাউন হলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও, বিখ্যাত স্থাপত্যটির সামনের দিকের প্রবেশদ্বার আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ম্যাকডোনাল্ড এর রেস্তোরাঁর একটি ব্রাঞ্চসহ বিভিন্ন দোকান ও রাস্তায় ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।