এই মুহূর্তে




নতুন রানি হিসেবে রাজার মেয়েকে বেছে নিল নিউজিল্যান্ডের মাওরিরা

courtesy google




আন্তর্জাতিক ডেস্ক : প্রথম কম বয়সী রানি পেল নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠী। মাওরি জনজাতির প্রধানদের কাউন্সিল না ওয়াই ই তে জো পাকি-কে তাদের রানি হিসাবে বেছে নিলেন। কে এই না ওয়াই ? তিনি হলেন মাওরি রাজা তুহেইশিয়ার এর ছোট মেয়ে। বয়স ২৭ বছর।

সদ্যই প্রয়াত হয়েছেন মাওরি রাজা তুহেইশিয়া। তাঁর হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পরেই রাজার মৃত্যু হয়। তাঁর অবর্তমানে খালি পড়েছিল সিংহাসন। কার দখলে যাবে সিংহাসন! এই নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনা চলছিল।কেননা ঐতিহ্য অনুসারে রাজার বড় ছেলেই সিংহাসনে বসার ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকে। সেক্ষেত্রে প্রয়াত রাজার বড় ছেলেকে প্রথমে রাজা করার কথাও উঠেছিল। সেই নিয়ে চিন্তাভাবনা করার পর একটা সিদ্ধান্তে আসা হয়েছে। কিন্তু গত কয়েক বছরে না ওয়াইয়ের নাম পরবর্তী রানি হিসেবে প্রাধান্য পেয়েছে। ফলে নতুন রানি হিসেবে সিংহাসন পেলেন না ওয়াইয়।বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) না ওয়াই সিংহাসনে বসেন।

এই নিয়ে মাওরি কাউন্সিলের সাংস্কৃতিক পরামর্শদাতা জানিয়েছেন, ‘সাধারণ মাওরি ঐতিহ্য অনুসারে রাজার বড় ছেলেই সিংহাসনে বসার ক্ষেত্রে প্রাধান্য পায়।এক্ষেত্রে সেই ঐতিহ্য থেকে সরে এসেছেন মাওরিরা।’এই নিয়ে তিনি আরও জানান, ‘একজন তরুণী মাওরি নারী রানি হচ্ছেন এটা দেখাও সত্যিই সৌভাগ্যের বিষয়।না ওয়াই হলেন মাওরিদের দ্বিতীয় রানি। তবে তাঁর ঠাকুমা প্রথম রানি হয়েছিলেন। ২০০৬ সালে(না ওয়াই এর ঠাকুমা)তিনি মারা যান।

এই গোষ্ঠীর(মাওরিরা)প্রধানরা না ওয়াইকে রানি হিসেবে বেছে নেওয়ার পর তাঁকে নিয়ে এসে সিংহাসনে বসান। চিরাচিরত পোশাক ও অস্ত্র হাতে মাওরি যুবকরা উৎসব পালন করেন। না ওয়াই কাঠের সিংহাসনে এসে বসেন।না ওয়াইের (রানির) মাথায় ছিল পাতার মুকুট, এবং গলায় ছিল তিমির হাড়ের নেকলেস। কানে দুল।

মাওরি কাউন্সিলের সাংস্কৃতিক পরামর্শদাতা আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই), জেনেটিক পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নসহ আরও অনেক সামাজিক পরিবর্তনের এই সময়ে নিউজিল্যান্ডের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী নানা প্রশ্ন ও চ্যালেঞ্জের মুখোমুখি।এমতাবস্থায় মাওরিরা নেতৃত্বের আসনে নতুন ও তরুণ প্রজন্মের কাউকে আশা করছিল।

উল্লেখ্য, মাওরিদের রাজা বা রানির হাতে কোনো আইনি ক্ষমতা নেই, এটা মূলত আলংকারিক পদ। তবে মাওরিদের মধ্যে রাজা ও রানির একটা প্রভাব আছে। দলের মধ্য থেকে  তাঁদের সম্মান করা হয়ে থাকে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইয়েমেনে পাহাড়ি রাস্তায় মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১৫

ইজরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ৭, আহত ১৫

দেশ ছেড়ে পালালেন ভেনেজুয়েলার বিরোধু নেতা গঞ্জালেজ, স্পেনে খুঁজছেন আশ্রয়

কমলাকে কী ভোট দেবেন প্রাক্তন প্রেসিডেন্ট বুশ ?

প্রতিশোধ নিতে ইজরায়েলে পাল্টা রকেট হামলা হিজবুল্লাহর

‘খুবই আনন্দিত’ , মার্কিন মুলুকে উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ রাহুল

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর