আন্তর্জাতিক ডেক্সঃ গাজা ভূখণ্ডের বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইজরায়েল বাহিনী। এই ঘটনার জেরে জীবন সংকটে বাস্তুচ্যুত মানুষ, রোগী, চিকিৎসা কর্মীসহ ৭ হাজারেরও বেশি মানুষ। ইতিমধ্যেই গাজার প্রশাসনের তরফে জানানো হয়েছে, আল-শিফা হাসপাতালে শিশুদের জন্য কোনও খাবার, জল বা দুধ নেই। এছাড়া হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মৃত্যু হতে পারে, কারণ এসব শিশু এখন আর ইনকিউবেটর সুবিধা পাচ্ছে না।
গাজার এক সংবাদমাধ্যমের মারফত জানা গিয়েছে, আল-শিফা হাসপাতালে ভয়াবহ অবস্থা । সেখানে ৬৫০ জন রোগী এবং প্রায় ৭ হাজার বাস্তুচ্যুত ব্যক্তি রয়েছেন। চিকিৎসা দল, রোগী এবং বাস্তুচ্যুত ব্যক্তিরা প্রয়োজনীয় জিনিসের অভাবে বেঁচে থাকার জন্য লড়াই করছেন। পাশাপাশি ইজরায়েলি সেনাবাহিনী আল-শিফা হাসপাতালের ভেতরে তল্লাশি ও পরিদর্শন অভিযান পরিচালনা করছে, মৃতদেহগুলো একটি অজানা স্থানে স্থানান্তর করছে।
প্রসঙ্গত, গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালটি কয়েকদিন ধরে ঘেরাও করে রাখার পর বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এই হাসপাতালের ভেতর অভিযান চালায়।এই ঘটনার জেরে একপ্রকারে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১,২০০ জন সাধারণ মানুষ। পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং শিশু। এই ঘটনার পরই ইজরায়েল বাহিনী হামলা চালানো শুরু করে গাজার উপকূলে। তবে তাদের এই যুদ্ধ কবে কমবে তা এখনও পর্যন্ত অজানাই রয়েছে ।