এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Putin’র ডাকে 4 দিনের রুশ সফরে Jinping

নিজস্ব প্রতিনিধি: বন্ধু একটু বিপদেই পড়ে গিয়েছেন। নিজ দেশের আশেপাশে পশ্চিমী রাষ্ট্রের প্রভাব খাটানো আটকাতে গিয়ে পড়শি দেশ দখলের উদ্দেশ্যে একতরফা যুদ্ধ শুরু করে বিশ্বমঞ্চে একদম একঘরে হয়ে গিয়েছেন। ভেবেছিলেন, যুদ্ধটা কয়েক ঘন্টা, বড্ডজোর কয়েকদিনেই শেষ হয়ে যাবে। কিন্তু সেই হিসাব মেলেনি। যুদ্ধ চলছে এক বছরেরও বেশি সময় ধরে। তার থেকেও বড় কথা দেশের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই বেহাল দশা কাটাতে বন্ধুর ডাক এসেছিল তাঁর কাছে। মানে চিনের প্রেসিডেন্ট(President of China) শি চিনফিংয়ের(Xi Jinping) কাছে। সেই ডাকে সাড়া দিয়ে এবার ৪ দিনের রুশ সফরে চললেন চিনা রাষ্ট্রপতি। কেননা বন্ধুটি তো আর যে কে সে নয়। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট(President of Russia) ভ্লদামির পুতিন(Vladimir Putin)। 

আরও পড়ুন মহিলার হৃৎপিণ্ড কেটে রান্না, আত্মীয়দের তা খাইয়ে তাদেরকেও খুন করল যুবক

জানা গিয়েছে পুলিন আমন্ত্রণ জানিয়েছেন শি চিনফিংকে। সেই ডাকে সাড়া দিয়ে আগামী ২০ মার্চ মস্কো যাচ্ছেন চিনের প্রেসেডেন্ট। শি’র অবশ্য এটা প্রথম রুশ সফর নয়, ২০১৯ সালেও তিনি একবার রুশ সফরে গিয়েছিলেন। এবার চললেন আরও একবার বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে। তবে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এই প্রথম রাশিয়া যাচ্ছেন শি। বছর দুই আগে পুতিন এসেছিলেন বেজিংয়ে Winter Olympics’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। তাছাড়া গতবছর সেপ্টেম্বর মাসেও দুই বন্ধুর সাক্ষাৎ হয়েছিল উজবেকিস্তানে এক আন্তর্জাতিক সম্মেলনে। তবে এবারের বিষয়টা আলাদা। কেন? কেননা চিনের তরফে জানানো হয়েছে, এই সফরকালে দুই রাষ্ট্রনেতার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সাক্ষর হবে। চিন ও রাশিয়া একে অপরের Strategic Partner হয়ে উঠতে চলেছে। আসলে রাশিয়ার আশেপাশে মার্কিন(USA) প্রভাব ঠেকাতেই চিনের সঙ্গে এইরকম বন্ধুত্বে আবদ্ধ হচ্ছেন পুতিন। কেননা তিনি বেশ বুঝেছেন, ইউক্রেন(Ukraine) দখল করা খুব সহজ হবে না তাঁর কাছে। এই অবস্থায় একটা সম্মানজনক রাস্তা তিনি খুঁজছেন যুদ্ধ বন্ধ করার জন্য এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করার জন্য।

আরও পড়ুন জোর ধাক্কা ইমরানের, গ্রেফতারি পরোয়ানা বহাল রাখল ইসলামাবাদ আদালত

পুতিনের ধারনা, চিনকে পাশে পেলে বাইডেন প্রশাসন এবং জার্মানি(Germany) ও ন্যাটো(NATO) রাশিয়াকে চট করে বিপাকে ফেলতে পারবে না। তাছাড়া রাশিয়া এখন যে ধরনের অর্থনৈতিক বয়কটের মুখে পড়েছে বিশ্ববাজারে, সেই জায়গা থেকেও অনেকটাই ঘুরে দাঁড়ানো যাবে। বিশ্বের দুই বৃহৎ শক্তি একে অপরের পাশে দাঁড়ালে বাকি বিশ্ব তাঁদের সমীহ করতে বাধ্য হবে। তাই পুতিন ডাক দিয়েছেন শিকে। শি সেই ডাকে সাড়া দিয়ে মস্কো যাচ্ছেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, শিয়ের এই সফর কী পুতিনকে তাঁর ক্রেমলিনের গদি বাঁচাতে আদৌ সাহায্য করবে? কেননা রাশিয়ার আর্থিক হাল খুবই খারাপ হয়ে যাচ্ছে। এমনকি সেখানকার প্রভাবশালী ব্যক্তিরা একে একে পুতিনের পাশ থেকে সরে যেতে শুরু করেছেন। তাঁরা প্রকাশ্যেই জানাচ্ছেন যা অবস্থা তাতে আগামী বছর পুতিনের হাতে এত অর্থ থাকবে না যা দিয়ে তিনি দেশ চালাতে পারবেন। একতরফা ভাবে তিনি যেভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন তাতে রাশিয়ার লাভ তো কিছুই হয়নি, বরঞ্চ ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। এই যুদ্ধে আদৌ রাশিয়া কোনওদিন জয়ের মুখ দেখতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা ফিরে পেল সিঙ্গাপুর

এর থেকেও বড় কথা আগে পুতিন প্রশাসন যেমন কথায় কথায় গর্দান নিত এখন কিন্তু সেইরকম দেখা যাচ্ছে না। বরঞ্চ দিন দিন রাশিয়ার মেটিতে পুতিন বিরোধী স্বর ও সুর দুই জোরালো হচ্ছে আর তা প্রকাশ্যেই। বাইডেন প্রশাসন তো জানিয়েই দিয়েছে, পুতিন যুগের অবসান এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় সেইজন্যই পুতিন এখন ভীষণভাবে পাশে চাইছেন শিকে। পরিস্থিতির গুরুত্ব বোঝেন শিও। পুতিনের গদি গেলে রাশিয়া গণতন্ত্রের পথে হাঁটবে যা শিয়ের নিজের পক্ষে মঙ্গল কখনই হবে না। কেননা তাঁর দেশে গণতন্ত্রের জন্য স্বর বাড়ছে ক্রমশ। তাই পুতিনের ডাকে শাড়া দিতে দেরী করেননি শি। দুই বন্ধু তাই একে অপরের পাশে থাকতে একে অপরের হাত ধরতে চলেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩০ মার্চ পর্যস্ত তেল আবিবে বিমান পরিষেবা বন্ধ রাখল এয়ার ইন্ডিয়া

স্কটল্যান্ডে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ভারতীয় শিক্ষার্থীর

করাচিতে আত্মঘাতী হামলা, খতম ২ জঙ্গি

অতিরিক্ত মাত্রায় কীটনাশক, এভারেস্টের ফিস কারি মশলা নিষিদ্ধ সিঙ্গাপুরে 

ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত কেনিয়ার সেনাপ্রধান

ইজরায়েলের একাধিক ড্রোন গুলি করে নামাল ইরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর