এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, নজরে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিনিধি: সময়ের থেকে কিছুটা দেরিতে, কিন্তু সে যে জন্ম নিতে চলেছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে উপগ্রহ চিত্রে। দিল্লির মৌসম ভবনও(Mousam Bhawan) তার জন্মের সতর্কতা জারি করে দিল। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে এখনই নিষিদ্ধকরণ জারি করা না হলেও সতর্ক থাকার বার্তা দিয়ে দেওয়া হয়েছে। কেননা সম্ভবত এদিনই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে(Bay of Bengal) জন্ম নিতে চলেছে এক নিম্নচাপ(Low Depression)। যা ক্রমশ গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। আর সেখানেই সম্ভাবনা থাকছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড়ের(Cyclone)। যদিও সেই শক্তিশালী নিম্নচাপ যে ঘূর্ণিঝড়ের জন্ম দেবেই একথা হলফ করে মৌসম ভবন বলতে না পারলেও সম্ভাবনা যে অনেক বেশি তা তারা জানিয়ে দিয়েছে।

এমনিতেই ভারতীয় উপমহাদেশে বর্ষা আসার আগের দুই মাস ও পরের দুই মাস ঘূর্ণিঝড় প্রবণ সময় হিসাবেই চিহ্নিত হয়। সেই হিসাবে এপ্রিল-মে এবং অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগর বা আরবসাগরে ঘূর্ণিঝড়ের জন্ম হতে দেখা যায়। তবে আরবসাগরের থেকে বঙ্গোপসাগরের জলের উষ্ণতা বেশি বলে সেখানে ঘূর্ণিঝড়ের জন্ম বেশি হয় এবং সেগুলি বেশ শক্তিশালীও হয়। সেই হিসাবেই দিল্লির মৌসম ভবন আগেই জানিয়ে দিয়েছে উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ও তা ক্রমশ বঙ্গোপসাগরের দিকে এগিয়ে এসে নিম্নচাপের জন্ম দেবে। বাস্তবেও সেটাই দেখা যাচ্ছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করে দিয়েছে। মৌসম ভবন এই নিম্নচাপের দিকে নজর রেখে চলেছে। নিম্নচাপটি যে শক্তিশালী হতে চলেছে সে নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তা যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবেই একথা হলফ করে এখনই বলা যাচ্ছে না। মৌসম ভবন আপাতত তার দিকে নজরদারি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে সতর্কবার্তা জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য।

মৌসম ভবন থেকে সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে বড় ঢেউ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বলে সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে উত্তর-পূর্ব বঙ্গোপাসাগর, উত্তর-পশ্চিম বঙ্গোপাসাগর, উত্তর ও দক্ষিণ আন্দামান সাগরও উত্তাল হওয়ার আশঙ্কা জানিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এড়িয়ে চলতে বলা হয়েছে মৎস্যজীবীদের। মনে করা হচ্ছে নিম্নচাপটি দানা বাঁধার ৭২ ঘন্টার মধ্যেও পরিষ্কার হবে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কী হবে না। বাংলায় এখনই এই নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না। তবে সেটি বাংলার উপকূলের দিকে এগিয়ে এলে সমস্যার সূত্রপাত ঘটতে পারে। মৌসম ভবনের আধিকারিকদের অনুমান নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে তা অন্ধ্র-ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলার(Bengal) উপকূলে সাগর রীতিমত উত্তাল হয়ে উঠতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উল্টোডাঙ্গা ফ্লাইওভারে চলন্ত গাড়িতে ভয়ংকর আগুন, ব্যাপক যানজট ভিআইপি রোডে

সুপ্রিম রায়ের পরে আবির খেললেন শিক্ষকরা, কলকাতায় ফলের জুস খেয়ে অনশন ভঙ্গ

‘সুপ্রিম কোর্টে ন্যায় মেলায় খুশি’, এসএসি মামলা নিয়ে প্রতিক্রিয়া মমতার

তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

বঙ্গে দুর্যোগ চলবে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, জলোচ্ছ্বাস বাড়বে

‘সত্যের জয় হয়েছে’, সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে টুইট অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর