এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বরামারায় তিন ফুলের মতো শিশুর মৃত্যুর দায়িত্ব কার, প্রশ্ন অভিষেকের

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের বৃষ্টিতে গত ৩৬ ঘন্টায় বাংলার বুকে ৪শিশু সহ ৫জনের জীবন চলে গিয়েছে। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে। এদের মধ্যে সব থেকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাকাদহ গ্রাম পঞ্চায়েতের বরামারা গ্রামে। সেখানে মাটির দেওয়াল ধসে পড়ে একই পরিবারের ৩জন শিশুর মৃত্যু্র ঘটনা ঘটেছে। সেই পরিবারের সন্তানহারা ৩ পিতাকে নিয়ে এদিন দিল্লির পথে রওয়ানা দিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। কলকাতা ছাড়া আগে দিল্লির বিমান ধরার জন্য দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন অভিষেক প্রশ্ন তোলেন ওই শিশুমৃত্যুর দায় কার তা নিয়ে। তবে তিনি নিজেই জানিয়ে দেন, এই মৃত্যুর দায় নরেন্দ্র মোদি(Narendra Modi), গিরিরাজ সিং(Giriraj Singh) ও বাংলার বিজেপি(BJP) নেতাদের।

এদিন অভিষেক বলেন, ‘তৃণমূলের আন্দোলন আটকানোর জন্য মোদি সরকার ট্রেন বিমান সব আটকে দিচ্ছে। কিন্তু ট্রেন-বিমান আটকেও এই আন্দোলন আটকানো যাবে না। এই আন্দোলন তৃণমূলের নয়, বাংলার মানুষের অধিকারের লড়াই। শিশুহারা পরিবারের চার সদস্য এক কাপড়ে দিল্লি যাচ্ছে। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। বরামারায় তিন ফুলের মতো শিশুর মৃত্যুর দায়িত্ব কার? এই শিশুদের মৃত্যুর দায় নরেন্দ্র মোদি, গিরিরাজ সিং ও বাংলার বিজেপি নেতাদের। কেননা এরাই আবাস যোজনার টাকা আটকে রেখেছে। এদের টাকা আটকে রাখার জন্য এদের মাথার ওপর পাকা বাড়ি হয়নি। হলে এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। বাংলায় পরাজিত হয়েই রাজ্যের মানুষের প্রাপ্য আটকে রেখে প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। কিন্তু এই প্রতিহিংসার সরকার টিকবে না। বাংলার মানুষ, দেশের মানুষ এদের ছেড়ে কথা বলবে না। মানুষ এদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। মানুষই এদের ক্ষমতায় এনেছিল, মানুষই এদের সরিয়ে দেবে।’

উল্লেখ্য, বাঁকুড়ায় একই পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারের ৫ সদস্যকে তৃণমূলের তরফে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি। যাচ্ছেন মৃত নিশা সর্দারের বাবা প্রশান্ত সর্দার, তাঁর ভাই ভক্ত সর্দার, মৃত রোহন সরদারের বাবা জয়দেব সর্দার ও মা মিতা সর্দার, মৃত অংশু সর্দারের বাবা চন্ডী সর্দার। এদিন অভিষেক যখন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তখন ঠিক তার পিছনে তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে প্রশান্ত সর্দার, জয়দেব সর্দার ও চন্ডী সর্দারকে দেখা গিয়েছে। এই ৩ সন্তানহারা পিতাকেই দিল্লিতে তৃণমূলের ধর্নামঞ্চে তুলে ধরা হবে। দেখানো হবে গোটা দেশকে বিজেপির কদর্য রাজনীতির জেরে এইসব মানুষদের জীবনে আজ কোন বিভীষিকা নেমে এসেছে। কেমন করে তাঁদের জীবন আজ ছারখার হয়ে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সরাসরি: পুরশুড়ায় বুথের কাছে উদ্ধার বোমা, আটক বিজেপি কর্মী

ভোট পঞ্চমীতে গড় দখলে রাখার লড়াই তৃণমূল-বিজেপির

বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে, শুক্রবারের মধ্যে নিম্নচাপ অতি শক্তিশালী হবে

রামের নামে আর চিঁড়ে ভিজছে না শিল্পাঞ্চলে, খাবি খাচ্ছে বিজেপি

ভূপতিনগর ও পটাশপুর থানার ওসি সহ পুরুলিয়ার এসপিকে সরাল কমিশন

বিধান ভবনে খাড়গের ছবিতে লেপে দেওয়া হল কালি, লেখা হল ‘টিএমসি দালাল’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর