এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সুকান্তের ফোন নম্বর প্রকাশ করে ফোন করতে বললেন অভিষেক

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় দিনে পা দিল রাজভবনের সামনে তৃণমূল নেতৃত্বের ধর্না(TMC Dharna) কর্মসূচি। রাজভবনের অদূরে কত দিন ধর্না-অবস্থান চালাবেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে। যদিও গতকাল অর্থাৎ শুক্রবার ধর্নার দ্বিতীয় দিনেই অভিশেক জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল যদি পুজোর পরেও কলকাতায় ফেরেন, তা হলেও তিনি সেই পর্যন্ত ধর্নায় বসে থাকবেন, এমনকি পুজোর দিনগুলিতেও। এদিনের ধর্না মঞ্চের সামনের চেহারা দেখে তৃণমূলও ধরে নিচ্ছে টানা ধর্না চালাতে হতে পারে। এইসবের মাঝেই এদিন মাস্টারস্ট্রোক দিয়ে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বিজেপিতে গিয়ে তৃণমূলে ফিরে আসা নেতা তথা রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে(Rajib Banerjee) মঞ্চে ডেকে বঙ্গ বিজেপির(Bengal BJP) সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumadar) ২টি ফোন নম্বর ফাঁস করে দেন। তারপর উপস্থিত জনতাকে বলেন যারা ১০০ দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত তাঁরা সুকান্তকে ফোন করে সেই টাকা এনে দিতে বলুন।

এদিন ধর্নামঞ্চ থেকে সুকান্তের বক্তব্যের একটি অডিয়ো সবাইকে শোনান অভিষেক। অডিয়োতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলা শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘২০০০ কোটি টাকা পড়ে আছে। সুকান্ত মজুমদার একটা ফোন করবে, টাকা চলে আসবে।’ এরপরেই অভিষেক ধর্নামঞ্চে উপস্থিত রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন নম্বর প্রকাশ করার জন্য অনুরোধ করেন। রাজীব যে হেতু এক সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বেশ কিছু দিন সেই দলে ছিলেন, তাই তাঁর কাছে রাজ্য সভাপতির ফোন নম্বর থাকা স্বাভাবিক। সেই নম্বরই ধর্নামঞ্চে প্রকাশ করে দিতে বলেন অভিষেক। তিনি বলেন, ‘রাজীবদাকে খুব যত্ন করে বিজেপিতে নিয়ে গিয়েছিল, আমি ওঁকে জিজ্ঞেস করলাম, আপনার কাছে সুকান্ত মজুমদারের ফোন নম্বর আছে? রাজীবদা বললেন, দু’টি নম্বর আছে। আমি তাঁকে বলছি এই দুটি নম্বর আপনাদের দিতে।

অভিষেক বলার পরেই মাইক নিয়ে মঞ্চে দাঁড়ান রাজীব। তিনি বলেন, ‘আমার কাছে সুকান্তের দু’টি নম্বর রয়েছে। জানি না এখন এই নম্বরগুলি সক্রিয় কি না। যদি ফোন না লাগে, তবে জনপ্রতিনিধি হিসাবে ওরই কর্তব্য নম্বর প্রকাশ্যে আনার এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের প্রশ্নের জবাব দেওয়া।’ এর পরেই দু’টি ফোন নম্বর পড়ে শোনান রাজীব। শ্রোতাদের তা লিখেও নিতে বলেন। এরপরেই যে ২০ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করেও টাকা পাননি বা আবাস যোজনার টাকা পাননি বলে তৃণমূলের অভিযোগ, তাঁদের দলে দলে সুকান্তকে ফোন করার ডাক দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘আপনারা সকলে এই নম্বরে ফোন করে বলুন, আপনার এত ক্ষমতা, আপনি বললেই টাকা চলে আসবে। তাহলে আপনি দয়া করে আমাদের টাকাটা আনিয়ে দিন। দু’বছর ধরে আমাদের বেতন আটকে আছে।’

তবে অভিষেক সবাইকে একথাও বলে দিয়েছেন যে কেউ যেন ফোন করে গালিগালাজ না করেন সুকান্তকে। অভিষেকের কথায়, ‘ওকে সকলে ফোন করুন। ভদ্র ভাবে বলুন টাকা আনিয়ে দেওয়ার কথা। বার বার বলছি, ফোন করে ভদ্র ভাবে কথা বলুন।’ একই সঙ্গে এদিন কলকাতায় এসে বিজেপির দফতরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সাংবাদিক বৈঠক এবং সেখান থেকে তৃণমূলকে ছোঁড়া চ্যালেঞ্জ নিয়েই মুখ খুলেছেন অভিষেক। জানিয়েছেন, ‘দু’দিন আগে আমাদের ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। এর মধ্যেই বাংলায় এসে বাংলার মানুষের কাছে মাথা নত করতে হল। আমি ওকে বলছি, রাজভবনে আসুন। আমরা সেখানে আপনার সঙ্গে কথা বলব। আমাদের তাতে কোনও সমস্যা নেই।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তৃণমূলের নিস্ক্রিয় কর্মীদের সক্রিয় করতে উদ্যোগী সুব্রত বক্সী

১৫ মে’ র পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে অস্বস্তিকর গরম

‘মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই’, সংখ্যালঘুদের পাশে মমতা

শ্লীলতাহানি  কাণ্ডে রাজভবনের আরও ৪ কর্মীকে তলব লালবাজারের

‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটুসাহেব’, আবারও বোসকে নিশানা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর