এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে এগিয়ে বাংলা

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: পঞ্চদশ অর্থ কমিশনের(15th Finance Commission) টাকা খরচ নিয়ে কেন্দ্র সরকারের রিপোর্টে আবারও মুখ পুড়ল দেশের একের পর এক বিজেপি(BJP) শাসিত ডবল ইঞ্জিন রাজ্যের। আবার সেই রিপোর্টেই উজ্জ্বল হল বাংলার(Bengal) ভাবমূর্তি ও অবস্থান। কেন্দ্রের রিপোর্ট বলছে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলা অনেকটাই এগিয়ে রয়েছে। নিয়ম অনুযায়ী, বছরে মোট পাওয়া টাকার ৬০ শতাংশ খরচ করতেই হবে। কেন্দ্রের রিপোর্ট বলছে, ডাবল ইঞ্জিন সরকার(Double Engine States) সহ দেশের বেশিরভাগ রাজ্য এখনও এই মাপকাঠির কাছাকাছি পৌঁছাতে না পারলেও মমতার বাংলা এগিয়ে রয়েছে অনেকটাই। তারা ইতিমধ্যে ৬০ শতাংশ টাকার সদ্ব্যবহার করে ফেলেছে। গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যগুলি ক্রমতালিকায় রয়েছে একেবারে নীচের দিকে।

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা প্রতিবছর রাজ্যগুলিকে দুই কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রাপ্য টাকার নির্দিষ্ট পরিমাণ খরচ না করতে পারলে পরবর্তী অর্থবর্ষে সংশ্লিষ্ট রাজ্যের টাকা পেতে সমস্যা হয়। সেক্ষেত্রে টাকা আটকে দেয় কেন্দ্র। ২০২৩-২৪ সালের যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে বাংলা রয়েছে তৃতীয় স্থানে। তার আগে রয়েছে মাত্র ২টিমাত্র রাজ্য। তেলেঙ্গানা এবং অরুণাচল প্রদেশ। গত দু’টি অর্থবর্ষে বাংলা পঞ্চদশ অর্থ কমিশনের খাতে যে টাকা পেয়েছে তা খরচে প্রবল গতি এসেছে। বহু এলাকায় রাস্তাঘাট তৈরি হয়েছে এবং পানীয় জলের কল বসেছে। কোথাও আবার পরিস্রুত পানীয় জলের জন্য বসানো হয়েছে সৌরবিদ্যুৎ পরিচালিত ট্যাঙ্ক। এছাড়াও কিছু গ্রাম পঞ্চায়েত এলাকায় বাচ্চাদের জন্য পার্ক ও সাব সেন্টার তৈরি এবং জলের এটিএম বসানো সহ নানারকম উন্নয়নমূলক কাজ হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের খাতে রাজ্য ৪,৮০০ কোটি টাকার বেশি পেয়েছিল। তার মধ্যে ৩৫০০ কোটির বেশি খরচ করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বিভিন্ন কেন্দ্রীয় অনুদানের টাকা ঠিকমতো খরচ হচ্ছে না, এমন অভিযোগ তুলে বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে নিশানা করা হয়ে গেরুয়া শিবিরের তরফে। কিন্তু যে টাকায় গ্রামীণ উন্নয়ন হয়, তাতেই করুণ হাল বিজেপি শাসিত রাজ্যগুলির। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই রাজ্যগুলি জাতীয় গড়েরও নীচে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত এই টাকা খরচের নিরিখে দেশের মধ্যে ১৭তম স্থানে পড়ে রয়েছে। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের স্থান যথাক্রমে ২০তম ও ১৪তম। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পঞ্চদশ অর্থ কমিশনের টাকা যথাযথ ভাবে খরচ করে শুধু রাজ্যের উন্নয়নের শায়ক হয়ে উঠেছে তাই নয়, দেশের উন্নয়নেরও সহায়ক হয়ে উঠেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তৃণমূলের নিস্ক্রিয় কর্মীদের সক্রিয় করতে উদ্যোগী সুব্রত বক্সী

১৫ মে’ র পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে অস্বস্তিকর গরম

‘মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই’, সংখ্যালঘুদের পাশে মমতা

শ্লীলতাহানি  কাণ্ডে রাজভবনের আরও ৪ কর্মীকে তলব লালবাজারের

‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটুসাহেব’, আবারও বোসকে নিশানা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর