এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘সত্যিই কী ৫টাও মিলবে না’, জোর চর্চা বঙ্গ বিজেপিতে

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতার(Kolkata) বুকে সুপারডুপার ফ্লপ হয়েছে শাহি সভা। দেশের ৩ রাজ্যে দলের বড়সড় জয়ের মধ্যে দিয়েই তাই শাহি সভার ফ্লপের হাতাশা কাটিয়ে উঠতে চাইছে বঙ্গ বিজেপি(Bengal BJP)। কার্যত বাংলার রাজনীতির উঠোনে অক্সিজেন খুঁজছে পদ্মশিবির। কিন্তু সোম সন্ধ্যায় তাঁদের দিকে আবারও বাউন্সার ছুঁড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি সাফ জানিয়েছেন, ‘মাত্র একটা নির্বাচনে জিতে বাবুদের কী অবস্থা! বিধানসভার বাইরে লাড্ডু বিলোচ্ছে! আমি বলব, পারলে তিন দিন ধরে লাড্ডু বিলাও। বেল পাকলে কাকের কী? ওটা কংগ্রেসের পরাজয়, মানুষের পরাজয় নয়। আমি দুর্বল নই। লোকসভা ভোটে(General Election 2024) বাংলায় বিজেপি আগে ৫টি আসন পেয়ে দেখাক!’ কার্যত মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বিজেপির বাংলা দখলের আশা দিবাস্বপ্ন হয়েই থেকে যাবে। মঙ্গলবার সকাল থেকে বঙ্গ বিজেপির অন্দরে জোর চর্চা চলছে মুখ্যমন্ত্রীর সেই দাবিকে ঘিরেই। সবার একটাই জিজ্ঞাস্য, ‘সত্যিই কী ৫টাও মিলবে না’।

বীরভূমের জেলা সদর সিউড়ি শহরের বেণীমাধব ইন্সটিটিউশনের মাঠে দাঁড়িয়ে অমিত শাহ(Amit Shah) ২৪’র ভোটের জন্য বাংলা থেকে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। কিন্তু পরে বঙ্গ বিজেপির হাল দেখে তিনি কলকাতার ধর্মতলায় এসে আর সেই বিষয়ে ‘রা’ও কাটেননি। কার্যত তখন থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে, বাংলা থেকে আগামী লোকসভা নির্বাচনে তিনি আসন পাবেন এমন হিসাব রাখছেনই না। শাহ সরাসরি এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও নানা ঘটনায় এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে, বাংলাকে ঘিরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আর সেভাবে কোনও আশা আকাঙ্ক্ষা নেই। তাঁরা বাংলাকে কার্যত দলের তালিকা থেকে বাদই দিয়ে দিয়েছেন। আর তাই দলের কেন্দ্রীয় নেতৃত্ব, বঙ্গ বিজেপিকে বার্তা পাঠিয়েছে, ৩৫টা না হোক অন্তত ২৫টা আসনে যেন জয় আসে। কিন্তু যে দলটার প্রায় সবাই মুখে মাড়িতং জগত, সেই দল কী আদৌ ১টা আসনও জেতার গ্যারেন্টি দিতে পারে? এটা মুখ্যমন্ত্রীও বুঝে গিয়েছেন। তাই তিনিও সাফ জানিয়ে দিয়েছেন, আগে ৫টা লোকসভা কেন্দ্র জিতে দেখাক বিজেপি।

আসলে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিজেপি এখন জেতা আসনও ধরে রাখার মতো অবস্থায় নেই। সেই হিসাবে একুশের ভোটে বিজেপি যে ৭৭টি আসন জিতেছিল, তার সব আসনে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি আদৌ তৃণমূলকে পিছনে ফেলতে পারবে কিনা তা নিয়ে ঢের সন্দেহ আছে। একুশের ভোটের নিরিখে বাংলার মাটিতে বিজেপি মাত্র ৯টি লোকসভা কেন্দ্রে এগিয়ে আছে। এই কেন্দ্রগুলি হল – কোচবিহার, আলিপুরদুয়ার, রানাঘাট, বনগাঁ, পুরুলিয়া, বিষ্ণুপুর, আরামবাগ, দার্জিলিং ও কাঁথি। বাকি সব কেন্দ্রেই লিড তুলে নিয়েছে তৃণমূল। অর্থাৎ ২৪’র ভোটে বিজেপি কাছে মাত্র এই ৯টি লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে তাঁরা তৃণমূলকে কিছুটা হলেও লড়াই দিতে পারবে। কিন্তু সত্যিই কী তা সম্ভব? কোচবিহার ও আলিপুরদুয়ার সংসদীয় কেন্দ্রের কোনও পঞ্চায়েত সমিতি বা পুরসভা বিজেপি দখল করতে পারেনি। রানাঘাট ও বনগাঁর মতুয়া ভোট পদ্মশিবিরের হাতছাড়া। পুরুলিয়া ও বিষ্ণুপুরেও দলের প্রদীপ নিভু নিভু। দার্জিলিংয়ের গোর্খা ভোটও হাতছাড়া। অতএন হাতে রইল মাত্র ২টি আসন, আরামবাগ আর কাঁথি। তাই বঙ্গ বিজেপিরে জোর চর্চা, মুখ্যমন্ত্রীর কথাই না মিলে যায়!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তৃণমূলের নিস্ক্রিয় কর্মীদের সক্রিয় করতে উদ্যোগী সুব্রত বক্সী

১৫ মে’ র পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে অস্বস্তিকর গরম

‘মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই’, সংখ্যালঘুদের পাশে মমতা

শ্লীলতাহানি  কাণ্ডে রাজভবনের আরও ৪ কর্মীকে তলব লালবাজারের

‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটুসাহেব’, আবারও বোসকে নিশানা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর