এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ইস্তেহারে হরেক প্রতিশ্রুতি! অথচ শুভেন্দুর টার্গেট মাত্র ১০

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে অমিত শাহ বঙ্গ বিজেপির সামনে লক্ষ্য বেঁধে দিয়েছিলেন ২০০ আসন। সেই লক্ষ্য ছোঁয়া তো বহু দূরের কথা, তার অর্ধেক আসনও পায়নি গেরুয়া শিবির। মাত্র ৭৭ আসন পেয়েই তাঁদের দৌড় গিয়েছিল থেমে। এবার বাংলার বিরোধী দলনেতা, মোদি-শাহের নয়নেরমণি, শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির সামনে কলকাতা পুরনিগমে মাত্র ১০টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। আর সেটাও এমন একটা দিনে যেদিন কলকাতা জয়ের স্বপ্ন দেখিয়ে বিজেপির ইস্তাহার ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে এখন নেটিজেনরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্চেন হাসি ঠাট্টায়। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৪২টিতে প্রার্থী দিয়েছে বিজেপি। সব আসনে প্রার্থী দিতে না পারলেও তাঁরা নিজেদের ইস্তেহারে কলকাতা জয়ের স্বপ্ন ফেরি করার পথে হাঁটা দিয়েছে। অথচ শুভেন্দু বলছেন মাত্র ১০ আসনে জিতে আসুন। এই বিপরীতমুখী দাবি ঘিরে এখন হাসির পাশাপ্সহি অস্বস্তি ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরেও।

আগামী বুধবার কলকাতা পুরনিগমের পুরনির্বাচনের জন্য বিজেপির ইস্তেহার প্রকাশ হওয়ার কথা রয়েছে। অথচ তার আগেই সোম সন্ধ্যাতেই বিজেপির ইস্তেহার চলে এসেছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমের হাতে। সেই ইস্তেহারে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও স্বচ্ছতায় জোর দিয়েছে পদ্মশিবির। দিয়েছে শহরের নিরাপত্তা আঁটসাঁট করার প্রতিশ্রুতি। ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’ শীর্ষক ওই ইস্তেহারে শহর কলকাতায় ইউনিফায়েড ট্রান্সপোর্ট কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই কার্ডের আবার নাম দেওয়া হয়েছে ‘আমার কলকাতা’। এই একটি কার্ডের সাহায্যে মেট্রো রেল, ট্রাম, বাস এবং লোকাল ট্রেনে সফর করা যাবে বলে ইস্তেহারে দাবি করা হয়েছে। কলকাতায় পার্কিং সমস্যার সমাধানের জন্য শহরের ১০টি জায়গায় পার্কিং লট তৈরির কথা বলা হয়েছে বিজেপি পুর-ইস্তেহারে। এছাড়া কেন্দ্রের অম্রুত প্রকল্প এবং স্বচ্ছ ভারত মিশনের আওয়াত ঘরে ঘরে যথাক্রমে জল এবং শৌচালয় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও বঙ্গ বিজেপির ইস্তেহারে রয়েছে। একইসঙ্গে কলকাতাবাসীকে জলযন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে ব্রিটিশ আমলের ড্রেনেজ ব্যবস্থা বদলে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি। অগ্নিকাণ্ডের জেরে শহরের বহু গুরুত্বপূর্ণ বাজার, অফিস বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়েছে। বারবার অভিযোগের আঙুল উঠেছে দুর্বল অগ্নিনির্বাপন ব্যবস্থার দিকে। সেই বিষয়টি নজরে রেখে অগ্নিনির্বাপন ব্যবস্থায় জোর দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে গেরুয়া শিবির। এছাড়া কলকাতা কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে মিউজিক স্কুল, স্পোর্টস সেন্টার তৈরির কথাও বলা হয়েছে।

কিন্তু এই সব স্বপ্ন আর প্রতিশ্রুতিতে জল ঢেলে দিয়েছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বঙ্গ বিজেপির সামনে কল্কাতা পুরনিগমে মাত্র ১০টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। আর তাতেই হাসির হুল্লোড় শাসক শিবির থেকে নেটিজেনদের মধ্যে। সোমবার কলকাতার আইসিসিআর–এ দলের প্রার্থী ও সংগঠকদের নিয়ে একটি বৈঠক সারেন শুভেন্দু। সেখানেই তিনি বলেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় ৫০টা ওয়ার্ডে জিতেছিল। কিন্তু, এখন পরিস্থিতিতে আমাদের নিশ্চিত জয়ের জন্য ১০টি ওয়ার্ড টার্গেট করতে হবে। এই ১০টি ওয়ার্ডে আমি নিজে নেতা হিসেবে নয়, সাধারণ কর্মীর মতো কাজ করব৷’ আর এখানেই প্রশ্ন উঠেছে, শুভেন্দু নিজেই যেখানে হার মেনে বসে আছেন, মাত্র ১০টা আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্চেন তখন কলকাতা জয় আর হাজারো স্বপ্ন দেখিয়ে কেন ইস্তেহার প্রকাশ করছে বিজেপি? রাজনৈতিক দলগুলি তো ক্ষমতা জয়ের লক্ষ্যে ইস্তেহার প্রকাশ করে। সেখানে শুভেন্দু মাত্র ১০ আসনে জয়ের টার্গেট বেঁধে দিচ্ছেন! দলের ঠিক কতটা দূরাবস্থা হলে এমনটা ঘটে! বঙ্গ বিজেপির বাস্তবিক অর্থেই এখন রাহুর দশা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত নম্বর লাগবে? জানিয়ে দিল পর্ষদ

‘দলের সবথেকে বেশি ক্ষতি করেছে’, কুণালকে তোপ জেলবন্দি পার্থর

শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে খোঁচা শশী পাঁজার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর