এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৩০ একর জমিতে ২০০ কোটির সাইকেল কারখানা খড়গপুরে

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নজর দিয়েছিলেন স্কুলছুট রুখতে। আর সেই স্কুলছুট রুখতে গিয়েই রাজ্য সরকারের নজরে এসেছিল জেলায় জেলায় গ্রামীণ এলাকায় পড়ুয়াদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি হওয়ার জন্য ও যাতায়াতের ক্ষেত্রে সমস্যা থাকায় অনেকেই স্কুলড্রপ করছে। সেই স্কুলছুটদের মধ্যে আবার একটা বড় সংখ্যা ছিল মেয়েদের। এই সমস্যার সমাধান করতেই মুখ্যমন্ত্রী কার্যত যুগান্তরকারী দুটি পদক্ষেপ নেন। একটি ছিল সব স্কুল পড়ুয়াদের জন্য ‘সবুজসাথী’(Sabujsathi) প্রকল্প চালু করে তাদের সাইকেল(Cycle) প্রদান করা এবং ছাত্রীদের জন্য ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করা। দেখা যাচ্ছে কোভিডকালের আগে পর্যন্ত প্রতি বছর রাজ্য সরকারকে প্রায় ১০ লক্ষ সাইকেল বেসরকারি সংস্থার কাছ থেকে কিনতে হত। কিন্তু সেই সাইকেল তৈরি হত ভিন রাজ্যে। মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই চাইছিলেন এই সাইকেল গড়ার কারখানা তৈরি হোক এই রাজ্যে। সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে এতদিনে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে(Kharagpur) বিদ্যাসাগর শিল্পতালুকে(Vidyasagar Industrial Park) সেই সাইকেল তৈরির কারখানা গড়ে তোলার কথা ঘোষীত হল।

চলতি জঙ্গলমহল সফরে মঙ্গলবার মেদিনীপুর টাউনে এক প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই প্রশাসনিক বৈঠক থেকেই বিদ্যাসাগর শিল্পতালুকে ৫জন শিল্পপতির হাতে মোট ৩০ একর জমি তুলে দেওয়া হয় সাইকেল তৈরির কারখানা নির্মাণ করার জন্য। ওই ৫জন শিল্পপতির মধ্যে এদিন অবশ্য বৈঠকে ৪জন উপস্থিত ছিলেন। এরা হলেন অজয় ঘোষ, নারায়ণ অগ্রবাল, সুবীর ঘোষ ও জয় বার্ডিয়া। এই সাইকেল কারখানায় মোট ২০০ কোটি টাকা বিনিয়োগ হবে ও রাজ্য সরকার এই সংস্থা থেকে প্রতি বছর ৯ লক্ষ সাইকেল কিনবে। তারপর যত সাইকেল থেকে যাবে তা রাজ্যের বিভিন্ন বাজারে বিক্রি করা হবে। এই সাইকেল কারখানা তৈরি হওয়ার পরে প্রায় ৫ হাজার মানুষ প্রত্যক্ষ ভাবে চাকরি পাবেন। কারখানা পুরোদমে চালু হলে বছরে ১১ লক্ষ সাইকেল উৎপাদিত হবে।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী একদিকে যেমন জেলা প্রশাসনকে কড়া নজর রাখতে বলেছেন যাতে এই শিল্পপতিদের কোনওরকম জুলুমবাজির মুখে পড়তে না হয়, তেমনি ওই শিল্পপতিরা মুখ্যমন্ত্রীকে জানান তাঁরা ভবিষ্যতে খড়গপুরে একটি সাইকেল হাব গড়ে তুলতে চান। শিল্পপতিদের দাবি, সাইকেল তৈরি করতে যে সব পার্টস লাগে সেই সব পার্টস তৈরির আলাদা আলাদা কারখানা আছে। খড়গপুরে সাইকেল তৈরির কারখানা গড়ে তোলা হলে তার পাশাপাশি আরও অনুসারি শিল্পও গড়ে উঠবে যা এলাকায় আরও বেশি করে কর্মসংস্থান তৈরি করবে। এমনকি খড়গপুরে তৈরি সাইকেল তাঁরা বিদেশেও রফতানি করতে চান যা শুনে খুব খুশি হন মুখ্যমন্ত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

ভোট বড় দায়, বামেদের মুখে ঝামা ঘষে মমতার লক্ষ্মীর ভান্ডারের পাশে বৃন্দা

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

কেন এত সময় লাগছে? মানিকতলা উপনির্বাচন নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর