এই মুহূর্তে

অভীক-বিরুপাক্ষ কি আদতে বহিষ্কৃত ছিল ? দ্বন্দ্বের মুখে ধরনায় ডাক্তাররা!

নিজস্ব প্রতিনিধি: গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভীক দে ও  বিরুপাক্ষ বিশ্বাসের নাম সামনে আসে। হাসপাতাল চত্বর জুড়ে থ্রেট কালচার সহ একাধিক অভিযোগে নাম জড়ায় অভীক-বিরুপাক্ষের। শাস্তির মুখেও পড়তে হয় তাদের। সেই পরিস্থিতিতে  তাদের মেডিক্যাল কাউন্সিল থেকে বহিষ্কার করা হয়। তবে  ফের  কিছু মাসের মধ্যে মেডিক্যাল কাউন্সিলে দেখা যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ডাক্তাররা। সোমবার রাত থেকে মেডিক্যালের কাউন্সিলের সামনে ধরনায় বসে ডাক্তারদের সংগঠন। অবস্থান তুলতে মঙ্গলবার সাতসকালে ঘটনাস্থলে আসে পুলিশ। সেখানেই উর্দিধারীদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারী চিকিৎসকরা। জোর করে ত্রিপল খুলে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষোভ ফেটে পড়েছেন চিকিৎসক সংগঠনের নেতারা।

আরজিকরের ঘটনায় কাউন্সিল প্রকাশ্যে অভীক দে ও  বিরুপাক্ষ বিশ্বাসকে বহিষ্কার করলেও ওই ঘটনার প্রায়  সাড়ে তিন মাসের মাথায় সোমবার মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে দেখা যায় সেই অভীক-বিরুপাক্ষকে। তবে কী গোপনেই মেডিক্যাল কাউন্সিলে ফেরানো হয়েছে তাঁদের? নাকি আদতে সরানোই হয়নি তাদের ? প্রশ্ন তুলে মেডিক্যাল কাউন্সিলের সামনে অবস্থানে বসে পাঁচটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ। রাতভর চলে অবস্থান। তাদের দাবি, পুরোপুরি সরাতে হবে অভীক ও বিরুপাক্ষকে। মঙ্গলবার সকালে অবস্থান মঞ্চে হাজির হয় পুলিশ বাহিনী। অবস্থান তুলে নিতে বলে ত্রিপল খুলতে শুরু করেন আধিকারিকরা। এতেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তারা।   

প্রসঙ্গত , আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে উঠে আসে অভীক দে’র নাম। এর পর তাঁর বিরুদ্ধে ৩২ দফা অভিযোগ প্রকাশ্যে আসে। এর মধ্যে যেমন ছিল দুবছর ধরে নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রিপোর্ট জমা না দেওয়া, বায়োমেট্রিক কাজ না করা, রোগী না দেখা, ‘থ্রেট কালচার’, মর্গে দুর্নীতি সহ নানা অভিযোগ। আরজিকর কাণ্ডের  তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলেও অভীককে দেখতে পান তদন্তকারীরা। পরবর্তীতে শাস্তির মুখে পড়তে হয় অভীককে। এরপরই আন্দোলনকারী ডাক্তারদের চাপে মেডিক্য়াল কাউন্সিল থেকে সরানো হয় তাদের ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

‘বিষাক্ত’ স্যালাইন-কাণ্ড গড়াল কলকাতা হাইকোর্টে, দায়ের জনস্বার্থ মামলা

সাত সকালে নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত তিন পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের

ধেয়ে আসছে বড় দুর্যোগ, একাধিক রাজ্যে ঝড়ো হাওয়া, তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি

দেড় মাস বন্ধ থাকছে হাওড়া-এসপ্ল্যানেড ও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা!

তরুণ নরেনের কণ্ঠে যে গান শুনে ভাবসমাধিস্থ হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর